Jalpaiguri: প্রতিযোগিতায় ‘ফিনিশিং পয়েন্টে’ পৌঁছানোর আগেই ২ বাসের মাঝে ঢুকল ট্রেলর! ভয়ঙ্করকাণ্ড

Jalpaiguri: আলিপুরের রায়ডাক থেকে শিলিগুড়ির দিকে যাচ্ছিল যাত্রী বোঝাই বাসটি । ধূপগুড়ি বাস টার্মিনাস সংলগ্ন এলাকায় পৌঁছতে যাত্রীবোঝাই বাসটি  সিগন্যাল ভাঙে। এশিয়ান হাইওয়ে ৪৮-এ রাস্তা পার করা করে ধূপগুড়ি টার্মিনাসে ঢোকার চেষ্টা করে

Jalpaiguri: প্রতিযোগিতায় 'ফিনিশিং পয়েন্টে' পৌঁছানোর আগেই ২ বাসের মাঝে ঢুকল ট্রেলর! ভয়ঙ্করকাণ্ড
জলপাইগুড়িতে বাস দুর্ঘটনাImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Dec 06, 2023 | 12:30 PM

জলপাইগুড়ি: প্রতিযোগিতা, যেন কে আগে  ‘ফিনিশিং পয়েন্টে’ পৌঁছবে! আর সেটা করতে গিয়েই ভয়ঙ্কর ঘটনা।  দুই বাসের প্রতিযোগিতা। সিগন্যাল ভেঙে  ঝড়ের গতিতে টার্মিনাসে ঢুকছিল দুটো বাস। তাতে  মাঝে পড়ে যায় একটি ট্রলার। পাশাপাশি ধাক্কা লেগে দুর্ঘটনা। আহত ৭ যাত্রী। ঘটনার জেরে ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে ধূপগুড়ি থেকে জলপাইগুড়িগামী এশিয়ান হাইওয়ে ৪৮ এ। আহত যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার জেরে এলাকায় যানজট তৈরি হয়েছে। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।

সূত্র মারফত জানা গিয়েছে,  আলিপুরের রায়ডাক থেকে শিলিগুড়ির দিকে যাচ্ছিল যাত্রী বোঝাই বাসটি । ধূপগুড়ি বাস টার্মিনাস সংলগ্ন এলাকায় পৌঁছতে যাত্রীবোঝাই বাসটি  সিগন্যাল ভাঙে। এশিয়ান হাইওয়ে ৪৮-এ রাস্তা পার করা করে ধূপগুড়ি টার্মিনাসে ঢোকার চেষ্টা করে। ঠিক সেই সময়েই দূরপাল্লার আরও একটি বাস সেই রাস্তা ধরে জলপাইগুড়ির দিক থেকে আসছিল।  সিগনাল না  মেনে সেই বাসটি রাস্তা পার করে টার্মিনাসে ঢোকার চেষ্টা করছিল।

সেসময়ে উল্টো দিক থেকে আসা ট্রলারটি নিয়ন্ত্রণ হারিয়ে বাসে ধাক্কা মারে। বিকট শব্দে কেঁপে ওঠে  এলাকা। স্থানীয় বাসিন্দারা ছুটে গিয়ে বাসে থাকা আহত যাত্রীদের উদ্ধার করেন। ঘটনার খবর পেয়ে ধূপগুড়ি থানার ট্রাফিক পুলিশের কর্তারাও সেখানে পৌঁছন। আহতদের উদ্ধার করে ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনা ফলে কিছুক্ষণ সেই রাস্তায় যানজটের সৃষ্টি হয়েছে। দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে সেখান থেকে সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়। ঘটনা তদন্ত শুরু করেছে ধূপগুড়ি থানার পুলিশ।