Jalpaiguri: শুভেন্দুর কর্মসূচির কয়েক ঘণ্টা আগেই জলপাইগুড়িতে BJP অফিসের সামনে বিক্ষোভ তৃণমূলের, ঢাক-ঢোল নিয়ে চলল মিছিল
TMC vs BJP : শুধু বিজেপির জেলা কার্যালয়ের সামনেই নয়, শুক্রবার জলপাইগুড়ি শহরের যে পথে শুভেন্দু অধিকারী র্যালি করবেন, সেই রাস্তায় ঢাক ঢোল নিয়ে আগাম একপ্রস্থ মিছিল করলেন তৃণমূলের কর্মী ও সমর্থকরা।
জলপাইগুড়ি : উত্তরবঙ্গে গিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুক্রবার বিকেল ৪ টে নাগাদ জলপাইগুড়িতে ‘চোর ধরো জেল ভরো’ কর্মসূচির প্রচারে নেতৃত্ব দেবেন বিরোধী দলনেতা। আর শুভেন্দু অধিকারীর কর্মসূচি শুরুর কয়েক ঘণ্টা আগেই জলপাইগুড়িতে বিক্ষোভ কর্মসূচি তৃণমূলের। এদিন দুপুরে বিজেপির দলীয় কার্যালয়ের সামনে খানিক যাত্রা পালার মতো সুর করে শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করে বিক্ষোভ দেখালেন তৃণমূল ছাত্র পরিষদ ও যুব তৃণমূলের কর্মী – সমর্থকরা। শুধু বিজেপির জেলা কার্যালয়ের সামনেই নয়, শুক্রবার জলপাইগুড়ি শহরের যে পথে শুভেন্দু অধিকারী র্যালি করবেন, সেই রাস্তায় ঢাক ঢোল নিয়ে আগাম একপ্রস্থ মিছিল করলেন তৃণমূলের কর্মী ও সমর্থকরা।
জেলার যুব তৃণমূল নেতা দেবজিৎ সরকার এই বিষয়ে বলেন, “আর কিছুক্ষণ পরেই জলপাইগুড়িতে আসবেন শুভেন্দু অধিকারী। আগে তাঁকে আমরা জেলে পুড়ব, সেই আহ্বান জলপাইগুড়ির মানুষের কাছে করছি।” উল্লেখ্য, একের পর এক দুর্নীতির অভিযোগে রাজ্যের শাসক দলের উপর ক্রমেই চাপ বাড়াচ্ছে বিরোধী দলগুলি। সেই মতো এদিন জলপাইগুড়িতে দলীয় কর্মসূচিতে যোগ দিতে আসছেন শুভেন্দু অধিকারী। আর ঠিক তাঁর কর্মসূচির কয়েক ঘণ্টা আগেই বিজেপির দলীয় কার্যালয়ের সামনেই বিক্ষোভ কর্মসূচি প্রদর্শন করে তৃণমূল।
যদিও বিষয়টি নিয়ে বিজেপির যুব মোর্চার জেলা সভাপতি পলেন ঘোষ শাসক শিবিরকে খোঁচা দিয়ে বলেছেন, “আমরা যে সব জায়গায় প্রচার করতে পৌঁছতে পারিনি, সেই সব জায়গায় তৃণমূল আমাদের প্রচার করে দিচ্ছে। আসলে এরা ভাড়াটে গুন্ডা। টাকা পেয়েছে আজ, তাই রাস্তায় নেমে চিৎকার করছে। ওরাই সব বুঝিয়ে দিচ্ছে। প্রতিদিন সংবাদ মাধ্যমে সাধারণ মানুষ দেখতে পাচ্ছেন কারা চোর, কার বাড়ি থেকে টাকা বেরোচ্ছে। সারা ভারতের মানুষ দল জানে, কোন দল এসবের সঙ্গে যুক্ত। এসব চিৎকার করে কোনও লাভ নেই। আমাদের একপ্রকার ভালই হচ্ছে। যে সব জায়গায় বিজেপি পৌঁছতে পারেনি, সেই সব জায়গায় তৃণমূল পৌঁছে যাচ্ছে।”