Abhishek Banerjee: পাহাড় জয়ই লক্ষ্য এবার, চা-শ্রমিকদের ‘মন কি বাত’ শুনবেন অভিষেক
Malbazar: রবিবার দুপুরে জলপাইগুড়ি মালবাজারে চা শ্রমিকদের কেন্দ্রীয় সমাবেশে যোগ দেওয়ার পাশাপাশি বাছাই করে কিছু চা শ্রমিকদের সঙ্গে একান্ত আলাপচারিতায় বসতে পারেন অভিষেক।
মালবাজার: প্রায় এক দশকের বেশি সময় পর চা বলয়ে শ্রমিকদের একত্রিত করে প্রথমবার তাদের মনের কথা জানতে উদ্যোগী তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। রবিবার দুপুরে জলপাইগুড়ি মালবাজারে চা শ্রমিকদের কেন্দ্রীয় সমাবেশে যোগ দেওয়ার পাশাপাশি বাছাই করে কিছু চা শ্রমিকদের সঙ্গে একান্ত আলাপচারিতায় বসতে পারেন অভিষেক।
এতদিন চা বাগানে তৃণমূলের একাধিক ট্রেড ইউনিয়ন ছিল। সেগুলিকে এক ছাতার তলায় এনে একটিই ট্রেড ইউনিয়ন করা হয়েছে। সেই কারণে এবার চা বলয়ে নিজেদের জমি শক্ত করতে চাইছে তৃণমূল। তাই এবার আদিবাসী চা শ্রমিকদের বিশেষ গুরুত্ব দিচ্ছেন অভিষেক বন্দোপাধ্যায়। ২০২৩-এ পঞ্চায়েত ও ২০২৪-এর লোকসভার আগে এলাকায় আদিবাসী ভোটারদের মন জয় করে বিজেপিকে পর্যুদস্ত করতে চাইছে রাজ্যের শাসক দল।
বস্তুত, উত্তরের চা বলয় বিজেপির শক্তঘাটি। গত লোকসভা ভোটে জন বার্লাকে সামনে রেখে আদিবাসীদের ভোট নিজেদের পকেটে পুরে উত্তরের সমস্ত লোকসভা আসন দখল করেছে বিজেপি। এবার সেই আসনগুলিতে নিজেদের জয় সুনিশ্চিত করতে চায় তৃণমূল। আদিবাসীদের উন্নয়নে রাজ্যের নানা প্রকল্পের প্রচারের পাশাপাশি এই সভামঞ্চ থেকেই বিজেপিকে তাই অলআউট আক্রমণ শানাতে পারেন অভিষেক বন্দোপাধ্যায়। অভিষেকের সফর সামনে রেখে তাই আপাতত ঘাসফুলের পতাকায় মুড়েছে মালবাজার।
বিজেপি অবশ্য বলছে, এই বলয়ে তাদের আধিপত্য বজায় থাকবে। চা বাগানে নুন্যতম মজুরি চালু না হওয়ায় রাজ্যের শাসকদলকে কাঠগড়ায় তুলে পালটা প্রচার চালাচ্ছে তারা। যদিও বিজেপির দাবি, এই বলয়ে তাদের আধিপত্য বজায় থাকবে। চা বাগানে নুন্যতম মজুরি চালু না হওয়ায় রাজ্যের শাসকদলকে কাঠগড়ায় তুলে পালটা প্রচার চালাচ্ছে তারা।