Fire at Krantibazar: রাতে হঠাৎই কালো ধোঁয়া, মুহূর্তে দাউ দাউ করে জ্বলতে লাগল একের পর এক দোকান

Malbazar: এর আগে শনিবারও ধূপগুড়ি সুপার মার্কেট আগুন লাগার ঘটনা ঘটেছিল। তাতেও ডোমেস্টিক গ্যাস সিলিন্ডার ফাটার অভিযোগ ওঠে।

Fire at Krantibazar: রাতে হঠাৎই কালো ধোঁয়া, মুহূর্তে দাউ দাউ করে জ্বলতে লাগল একের পর এক দোকান
দাউ দাউ করে জ্বলছে দোকান। নিজস্ব চিত্র।
Follow Us:
| Edited By: | Updated on: Mar 21, 2022 | 9:44 AM

মালবাজার: রবিবার রাতে ভয়াবহ আগুন লাগ মাল মহকুমার ক্রান্তি বাজারে। বিধ্বংসী আগুনে পুড়ে ছাই হয়ে যায় ৮টি দোকান। রবিবার রাতের এই ঘটনায় কপালে হাত ব্যবসায়ীদের। স্থানীয়রা জানান, প্রথমে তাঁরা ঘর থেকে কালো ধোঁয়া দেখতে পান। এরপরই বাইরে বেরিয়ে এসে দেখেন দাউ দাউ করে একের পর এক দোকান জ্বলছে। সঙ্গে সঙ্গে দমকলে খবর দেওয়া হয়। জানানো হয় ক্রান্তি ফাঁড়িতেও। এরপরই ময়নাগুড়ি ও মালবাজার থেকে দমকলের দু’টে ইঞ্জিন ঘটনাস্থলে যায়। স্থানীয়দের দাবি, কোনও গ্যাস সিলিন্ডার ফেটে এই ঘটনা ঘটে থাকতে পারে। সোমবার সকালেও এই ঘটনায় চাপানউতর রয়েছে। সাতসকালে দোকানঘরের এমন দৃশ্যে কার্যত চোখে জল আসার উপক্রম ব্যবসায়ীদের। করোনার কারণে গত দু’বছর ধরে বাজারের অবস্থা খুবই খারাপ। সবেমাত্র ঘুরে দাঁড়াচ্ছেন সাধারণ মানুষ। এর মধ্যে এত বড় ক্ষতি কীভাবে সামাল দেবেন ভেবে পাচ্ছেন না ব্যবসায়ীরা।

এক প্রত্যক্ষদর্শী জানান, “প্রথমে একটা দোকানে আগুন লেগেছিল। খুব জোরে একটা শব্দ হয়েছে। মনে হল সিলিন্ডার ফেটেছে। পরে দেখলাম চোখের সামনে একটা দোকান থেকে আরেকটা দোকানে আগুন ধরে যাচ্ছে। ভয়ঙ্কর সে দৃশ্য।” দমকলের এক আধিকারিক কৃষ্ণগোপাল ঘোষ জানান, “আমরা প্রথম থানা থেকে ফোন পাই। বলা হয় বাজারে আগুন লেগেছে। আমরা এসে দেখি দাউ দাউ করে আগুন জ্বলছে। মোট আটটা দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। একটা মিষ্টির দোকানও ছিল। বেশ কিছুক্ষণের চেষ্টায় পরিস্থিতি সামাল দেওয়া যায়। মালবাজার থেকেও গাড়ি এসেছিল।”

এর আগে শনিবারও ধূপগুড়ি সুপার মার্কেট আগুন লাগার ঘটনা ঘটেছিল। তাতেও ডোমেস্টিক গ্যাস সিলিন্ডার ফাটার অভিযোগ ওঠে। প্রশ্ন উঠছে কীভাবে ব্যবসার কাজেও এই ডোমেস্টিক সিলিন্ডার ব্যবহার করা হচ্ছে। নিয়ম রয়েছে এই সিলিন্ডার দোকানে ব্যবহার করা যাবে না। কীভাবে নিয়ম না মেনে এই ধরনের ব্যবহার চলছে তা নিয়ে প্রশ্ন তোলেন এলাকার লোকজন।

আরও পড়ুন: Behala Case: যুবকের সঙ্গে কথা কাটাকাটি চলছিল, হঠাৎই গায়ে আগুন দিয়ে দৌড় তরুণীর… ভয়ঙ্কর কাণ্ড কলকাতায়

আরও পড়ুন: Asansol By-Election: আসানসোলে পা রেখেই বিরোধীদের ‘খামোশ’ থাকার বার্তা শত্রুঘ্নর

আরও পড়ুন: School Uniform: কেন্দ্রের প্রকল্পে টাকা আসে, যা খুশি তাই করা যাবে না; নীল সাদা পোশাকবিধি নিয়ে কড়া বার্তা শুভেন্দুর