HS Exam: উচ্চমাধ্যমিকে টোকাটুকি ঠেকাতে কোন কোন কঠোর পদক্ষেপ, পরীক্ষার ৪৮ ঘণ্টা আগে কী জানালেন সংসদ সভাপতি
HS Exam: এদিন চিরঞ্জীববাবু যান ধূপগুড়ির শালবাড়ি হাইস্কুলে। গোটা স্কুলে ঘুরে সেখানকার পরিকাঠামো খতিয়ে দেখেন। কথা বলেন স্কুলের প্রধান শিক্ষক থেকে সহ-শিক্ষকদের সঙ্গেও। শুক্রবারও ঘুরেছে শিলিগুড়ির একটি স্কুলে।

ধূপগুড়ি: মাধ্যমিকে টোকাটুকি ঠেকাতে এবার শুরু থেকেই কোমর বেঁধে ময়দানে নামতে দেখা গিয়েছিল মধ্যশিক্ষা পর্ষদকে। এবার একই কায়দায় মাঠে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদও। হাতে আর মাত্র ৪৮ ঘণ্টা বাকি। জোর তোড়জোড় পরীক্ষা কেন্দ্রগুলিতে। এরইমধ্যে সাংবাদিক বৈঠকে কড়াকড়ির কথা জানিয়ে দিলেন উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য।
৩ মার্চ থেকে রাজ্যে শুরু হচ্ছে উচ্চমাধ্যমিক পরীক্ষা। তার আগে স্কুলগুলির পরীক্ষা প্রস্তুতি ও পরিকাঠামো খতিয়ে দেখতে উত্তরবঙ্গে এসেছিলেন সংসদ সভাপতি। সেখানেই সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জানান, টোকাটুকি আটকাতে থাকছে মেটাল ডিটেক্টর। প্রতিটি পরীক্ষা কেন্দ্রে থাকছে দু’টি করে ডিটেক্টর। একইসঙ্গে সিসি ক্যামেরাতেও ঢাকা থাকছে পরীক্ষা কেন্দ্রগুলি।
এদিন চিরঞ্জীববাবু যান ধূপগুড়ির শালবাড়ি হাইস্কুলে। গোটা স্কুলে ঘুরে সেখানকার পরিকাঠামো খতিয়ে দেখেন। কথা বলেন স্কুলের প্রধান শিক্ষক থেকে সহ-শিক্ষকদের সঙ্গেও। স্কুল পরিদর্শন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে চিরঞ্জীব ভট্টাচার্য বলেন, শুক্রবার শিলিগুড়িতে প্রধান শিক্ষকদের মিটিং হয়েছে। তারপরই কাল একটা স্কুলে যাই। আজও বেশ কিছু স্কুল ঘুরে দেখছি। এরপরই পরীক্ষায় কড়াকড়ি নিয়ে বলতে গিয়ে বলেন, “মোবাইল, স্মার্ট ওয়াচ, ব্লুটুথ হেডফোনের মতো কোনও ইলেকট্রনিক ডিভাইসের ব্যবহার সম্পূর্ণভাবে নিষিদ্ধ। সংসদে এ ক্ষেত্রে জিরো টলারেন্স নীতিতে চলে। ২০৮৯ ভেন্যুতে পরীক্ষা হচ্ছে। মেটাল ডিটেক্টর থাকছে। ছাত্রদের ভাল করে চেক করে তবেই পরীক্ষা কেন্দ্রের মধ্যে ঢোকানো হবে।”





