BJP : ‘পার্টি অফিস ভাঙচুরকারীরাই মণ্ডল কমিটির সদস্য’, গণ পদত্যাগের হুঁশিয়ারি বিজেপি কর্মীদের
BJP : গত বিধানসভা নির্বাচনের সময় ময়নাগুড়ির প্রার্থী পছন্দ না হওয়ায় যাঁরা পার্টি অফিস ভাঙলেন তাঁরাই এখন নতুন মণ্ডল কমিটিতে এসেছেন। অভিযোগ করলেন বিক্ষুব্ধ বিজেপি কর্মীরা।
ময়নাগুড়ি : জলপাইগুড়ি জেলায় দিন দিন বাড়ছে বিজেপির (Bengal BJP) অন্তর্দ্বন্দ্ব। গতকাল জলপাইগুড়ি ও ধূপগুড়িতে বিক্ষুব্ধ গোষ্ঠীর সভার পর আজ ময়নাগুড়িতে নতুন করে বিক্ষোভ ছড়িয়েছে। ময়নাগুড়ি দক্ষিণ মণ্ডলের পর এবার বিক্ষোভ ছড়াল ময়নাগুড়ি উত্তর মণ্ডলে। রবিবার বিকেলে ময়নাগুড়ির চূড়াভান্ডার এলাকায় কয়েকশো বিজেপি কর্মীদের নিয়ে কর্মিসভা করে জেলা সভাপতির অপসারণ দাবি করলেন বিজেপি কর্মীরা। ঘটনায় নতুন করে অস্বস্তি শুরু হয়েছে বিজেপির অন্দরে।
রবিবার ময়নাগুড়ির চূড়াভান্ডার অঞ্চলের রথের হাট এলাকায় একটি বড়সড় কর্মিসভার আয়োজন করেন ময়নাগুড়ি উত্তর মণ্ডলের বিক্ষুব্ধ বিজেপি কর্মীরা। মিটিং থেকে তাঁরা অভিযোগ করেন, “বর্তমান জেলা সভাপতি বাপি গোস্বামী স্বেচ্ছাচারী। তিনি তাঁর নিজের ইচ্ছে মতো কমিটি বানিয়েছেন।”
বিজেপি কর্মী জিতেন্দ্রনাথ বর্মন, মৃত্যুঞ্জয় রায়রা বলেন, “কোনও মিটিং না করে ঘরে বসে এই কমিটি তৈরি করেছেন বর্তমান জেলা সভাপতি। আমরা তাঁকে মানি না। আমরা বাপি গোস্বামীর অপসারণ চাই। নইলে আমরা সবাই দলীয় পদ থেকে পদত্যাগ করব।” প্রশ্ন উঠছে, পদ ছাড়ার পর কি তাঁরা দলও ত্যাগ করবেন? এই নিয়ে বিক্ষুব্ধ বিজেপি কর্মীরা বলছেন, পদ ছাড়লেও দল ছাড়বেন না তাঁরা।
মণ্ডল কমিটির সদস্য প্রভাবতী রায় বলেন, “গত বিধানসভা নির্বাচনের সময় ময়নাগুড়ির প্রার্থী পছন্দ না হওয়ায় যাঁরা পার্টি অফিস ভাঙলেন তাঁরাই এখন নতুন মণ্ডল কমিটিতে এসেছেন। সঙ্গে আমাদের কয়েকজনের নাম রয়েছে। যাঁরা পার্টি অফিস ভাঙার মতো জঘন্য কাজ করতে পারেন, তাঁদের সঙ্গে আমরা এক কমিটিতে থাকতে পারব না।”
বিজেপি কর্মীদের এই হুঁশিয়ারি নিয়ে প্রতিক্রিয়া জানতে বিজেপির জলপাইগুড়ি জেলা সভাপতির সঙ্গে টেলিফোনে যোগাযোগ করা চেষ্টা করা হয়েছিল। কিন্তু কোনও উত্তর পাওয়া যায়নি।
এর আগে নন্দীগ্রামেও মণ্ডল সভাপতি বদল নিয়ে বিজেপির অন্দরে বিক্ষোভ দেখা গিয়েছে। সেখানকার বিজেপি কর্মীরাও গণ পদত্যাগের হুঁশিয়ারি দেন। বারাসত সাংগঠনিক জেলা কমিটি থেকেও একাধিক জন পদত্যাগ করেন। সবমিলিয়ে রাজ্য বিজেপির অস্বস্তি বেড়েই চলেছে।