Jangipur Road Accident: যাত্রী ১১ জন! ভারে হেলে গিয়েছিল অটোটা, নাক-মুখ দিয়ে রক্ত বেরিয়ে মৃত্যু ২ মহিলার

Jangipur Road Accident: বেশি সংখ্যক যাত্রী নিয়ে জঙ্গিপুরের দিকে আসছিল অটোটি। রাস্তায় খানাখন্দ ছিল। যাত্রীর ভারে একদিকে হেলে গিয়েছিল অটোটা।

Jangipur Road Accident: যাত্রী ১১ জন! ভারে হেলে গিয়েছিল অটোটা, নাক-মুখ দিয়ে রক্ত বেরিয়ে মৃত্যু ২ মহিলার
মুর্শিদাবাদে অটো দুর্ঘটনায় নিহত ২ (নিজস্ব চিত্র)
Follow Us:
| Edited By: | Updated on: Feb 17, 2022 | 10:32 AM

মুর্শিদাবাদ: একাধিকবার বারণ সত্ত্বেও কান দেননি কোনও চালক। এক একটা অটোতে ১১-১২ জন করে যাত্রী তুলতেন চালকরা। ওত সংখ্যক যাত্রী নিয়েই ঝড়ের গতিতে চলত গাড়ি। সঙ্গে আবার রাস্তার বেহাল দশা। বিপদকে একেবারে সঙ্গী করেই অটোয় উঠতেন যাত্রীরা। তেমনই ভয়ঙ্কর ঘটনার সাক্ষী থাকল মুর্শিদাবাদের জঙ্গিপুর। ১১ জন যাত্রী নিয়ে উল্টে গেল একটি অটো। মৃত্যু হয়েছে ২ জনের। বাকি চার-পাঁচ জনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের উদ্ধার করে জঙ্গিপুর সুপার স্পেশ্যালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের সুতির ৩৪ নম্বর জাতীয় সড়কে। পুলিশ মৃতদের পরিচয় জানার চেষ্টা করছে।

প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, বেশি সংখ্যক যাত্রী নিয়ে জঙ্গিপুরের দিকে আসছিল অটোটি। রাস্তায় খানাখন্দ ছিল। যাত্রীর ভারে একদিকে হেলে গিয়েছিল অটোটা। ওই অবস্থাতেই ঝড়ের গতিতে এগোচ্ছিলেন চালক। উল্টো দিক থেকে একটি গাড়ি এসে গিয়েছিল। সেসময় বাঁ পাশ কাটাতে গিয়েছিলেন চালক। তাতেই নিয়ন্ত্রণ হারিয়ে যায়। ৯০ ডিগ্রি উল্টে যায় অটোটি। প্রায় প্রত্যেক যাত্রীই অটোর নীচে চাপা পড়ে যান।

অটোর সামনের দুই মহিলা যাত্রীর মাথা থেঁতলে যায়। নাক-মুখ দিয়ে রক্ত বের হতে থাকে। চালকের অবস্থাও খারাপ। স্থানীয় বাসিন্দারা দ্রুত অটোটাকে সোজা করে যাত্রীদের বার করে আনার চেষ্টা করেন। খবর পেয়ে ততক্ষণে পৌঁছয় পুলিশ। পুলিশ আহতদের উদ্ধার করে জঙ্গিপুর হাসপাতালে পাঠায়। কিন্তু ততক্ষণে মৃত্যু হয় দুজনের। বাকিদের মধ্যে চার পাঁচ জনের অবস্থা আশঙ্কাজনক। তাঁরা আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি।

চিকিৎসকরা জানিয়েছেন, আহতদের মধ্যে এক দুজনের আঘাত বেশ গুরুতর রয়েছে। এক প্রত্যক্ষদর্শী বলেন, “আমাদের এখানে এই ভাবে এত লোক নিয়ে অটো চলে। অনেকবার প্রশাসনের তরফে বলা হয়েছে। কিন্তু তেমনটা কেউ শোনেই না। এরকম বিপদ হতেই থাকে। এদিনের ঘটনা মারাত্মক। অটোটা একপাশে হেলে গিয়েছিল। গতিও নিয়ন্ত্রণে ছিল না। একটা সামনে গাড়ি চলে আসে। সাইড দিতে গিয়েই বিপত্তি।”

আরও পড়ুন: Bishnupur Crime News: চামড়া পোড়ার গন্ধ পাচ্ছিলেন স্ত্রী, প্রৌঢ়র গায়ে তখন আগুন ধরিয়েছে দুই ছেলে…ভয়ঙ্কর ঘটনা

আরও পড়ুন: Diamond Harbour Crime: উর্ধ্বশ্বাসে দৌড়েও বাঁচলেন না, শরীরের একাধিক জায়গায় ক্ষত, রক্তে ভাসল রাস্তা! সাতসকালে বাজারেই ভয়ঙ্কর ঘটনা