‘মনীষীদের নিয়ে রাজনীতি হওয়া উচিত’, নয়া তত্ত্ব দিলীপের
মৌলিক অধিকার পাইয়ে দেওয়ার নামে ও বাঙালির আবেগকে ছুঁতে মণীষীদের নিয়ে চলছে টানাটানি। তা থেকে যে বাদ যায়নি বিবেকানন্দের জন্মদিনও।
কলকাতা: একুশের লড়াইটা বড্ড কঠিন, বলছেন বিশেষজ্ঞরা। আর তাই প্রচারের হাতিয়ারও বদলে ফেলেছে যুযুধান দু’পক্ষ। এতকাল ধরে রাজনৈতিক ইস্যু হিসাবে যা পরিচিত ছিল সেসব জলাঞ্জলি দিয়ে বাঙালির আবেগকে কাজে লাগিয়েই নির্বাচনী বৈতরণী পার করতে চাইছেন রাজনৈতিক ব্যক্তিত্বরা। আর এ ক্ষেত্রে বাংলার মণীষীরাই ‘শ্রেষ্ঠ মাধ্যম’ হিসাবে বিবেচিত হয়েছে রাজনীতির কারবারিদের কাছে। এমত পরিস্থিতিতে স্বামী বিবেকানন্দের ১৫৯ তম জন্মদিনে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) বললেন, ‘মণীষী নিয়ে রাজনীতি করাটা একান্ত প্রয়োজন।’
এতদিন যা তলে তলে হচ্ছিল, তা দিলীপ ঘোষ খোলাখুলি বলে দেওয়ায় শুরু হয়েছে বিতর্ক। তবে নিজের এই বক্তব্যের নেপথ্যে যুক্তিও খাঁড়া করেছেন বিজেপির রাজ্য সভাপতি। তাঁর দাবি, “মনীষীদের নিয়ে পলেটিক্স হওয়া উচিত। বাংলা বাঁচবে তাহলে। এই সব চোর-ডাকাত-তোলাবাজদের হাত থেকে বাংলাকে বাঁচাতে মনীষীদের আদর্শ প্রচারই দরকার।”
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, মণীষীদের নিয়ে রাজনীতির এই খেলা অতি সম্প্রতি শুরু হয়েছে। অতীতে সাধারণত রাজনৈতিক দলগুলির ইস্যু হতো উন্নয়ন-অনুন্নয়ন, মূল্যবৃদ্ধি, চাকরি, বেকারত্ব ইত্যাদি। এসব নিয়ে একেবারেই তরজা বা প্রচার যে হচ্ছে না, তা নয়। তবে তা নিতান্তই গৌণ হয়ে দাঁড়িয়েছে। বরং অনেক বেশি করে সামনে উঠে এসেছে মনীষীদের নিয়ে ‘টানাটানি’। আর এই আবহে বিবেকানন্দের জন্মদিন বিশেষ মাত্রা যোগ করেছে।
‘বিবেকের ডাকে’ কর্মসূচির ঘোষণা আগেই করেছে বিজেপি। বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে ১২ জানুয়ারি শ্যামবাজার থেকে সিমলা স্ট্রিট অর্থাৎ বিবেকানন্দের বাড়ি পর্যন্ত পদযাত্রা হয়েছে। পাল্টা মিছিল করেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ও।
এরইমধ্যে বিতর্ক বাড়িয়েছেন মন্ত্রী সাধন পাণ্ডে। স্বামী বিবেকানন্দের জন্মদিনের মিছিলে তিনি বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর আস্থা ও বিশ্বাস রেখেই মানুষকে ভোট দিতে হবে তৃণমূলকে।” পাল্টা দিলীপ বললেন, “যে কেউ ভোট চাইতেই পারেন। তবে ভোট চাইলেই সাধারণ মানুষ তো আর দেবেন না।”
আরও পড়ুন: করোনা আবহে ভক্তদের সংখ্যা কম, স্বামীজীর বাড়িতে আজ রাজনীতিবিদদেরই সমাগম!
সকাল থেকেই স্বামীজীর বাড়িতে রাজনীতিকদের আগমন ও প্রকাশ্য ‘বিতর্কিত’ মন্তব্যে চড়েছে রাজনীতির পারদ। সব দেখেশুনে পর্যবেক্ষকরা বলছেন, বিবেকানন্দর জন্মদিন উদযাপনের মধ্য দিয়ে কোন দল বাংলার মানুষের কাছে বেশি পৌঁছল, সেটা সময়ই বলবে।