Fraud case: লক্ষাধিক টাকার প্রতারণা করে উধাও, বিয়ের দিনই ফাঁস হল হবু বরের কীর্তি
Malda: কলেজের প্রফেসর পরিচয় দিয়ে পাত্রী ও তাঁর পরিবারের কাছ থেকে ধাপে ধাপে প্রায় ৬ লক্ষ ৬০ হাজার টাকা প্রতারণার অভিযোগ উঠল।
মালদা: হাতে হবু বরের ছবি। অজানা শহরের রাস্তায় হন্যে হয়ে ঘুরছেন হবু স্ত্রী। খোঁজ মিলছে না বরের। আজই বিয়ে হওয়ার কথা ছিল তাঁদের। তাহলে কোথায় গেল বর? এই প্রশ্নই যখন বারবার মাথাচাড়া দিচ্ছে তখনই আসতে আসতে সব পরিস্কার হচ্ছে ওই পাত্রী ও তার পরিবারের কাছে। প্রতারিত হয়েছেন তাঁরা। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে আর্থিক প্রতারণার করা হয়েছে তাঁদের সঙ্গে। এখানেই শেষ নয়, কয়েক লক্ষ টাকার জালিয়াতি করার অভিযোগ উঠল অভিযুক্তের বিরুদ্ধে। কলেজের প্রফেসর পরিচয় দিয়ে পাত্রী ও তাঁর পরিবারের কাছ থেকে ধাপে ধাপে প্রায় ৬ লক্ষ ৬০ হাজার টাকা প্রতারণার অভিযোগ উঠল। পরে ইংরেজবাজার থানায় পুলিশের দ্বারস্থ হয় পাত্রী সহ তাঁর পরিবার।
অভিযুক্তের নাম সুমন মজুমদার। বছর তিনেক আগে একটি পত্রিকায় পাত্র চাই বিজ্ঞাপন দেন তিনি। সেখানেই আলিপুরদুয়ারের বাসিন্দা পুজা সেনের সঙ্গে পরিচয় হয় তাঁর। পুজা পেশায় স্বাস্থ্য কর্মী। তাঁর বাবা একজন অবসর প্রাপ্ত সৈনিক। অন্যদিকে, সুমন জানায় সে পেশায় কলেজ প্রফেসর। মালদার সর্বমঙ্গলা পল্লীর বাসিন্দা। এরপর আজ দুজনের বিয়ের হওয়ার কথা ছিল।
কিন্তু খোঁজ নেই পাত্রর। কোথায় গেল সে? আকাশ ভেঙে পড়ে পুজা ও তাঁর পরিবারের মাথায়। হন্তদন্ত হয়ে সোজা হবু পাত্রের খোঁজে ইংরেজবাজার থানার পুলিশের দ্বারস্থ হন তিনি। পূজা জানিয়েছেন, তাঁর বিয়ের জন্য গত তিন বছর আগে পত্রিকায় একটি বিজ্ঞাপন দেওয়া হয়েছিল। সেই সময় মোবাইল মারফত প্রফেসর পরিচয় দিয়ে সুমন মজুমদার তাঁদের বাড়ির সঙ্গে যোগাযোগ করেন। তাঁদের বিয়েও ঠিক হয়। বিয়ের আসবাবপত্র এবং অন্যান্য খরচের কথা বলে ধাপে ধাপে ৬ লক্ষ ৬০ হাজার টাকা নগদ প্রতারণা করে হবু বর। বারবার বিয়ের তারিখ পিছিয়ে ২ ফেব্রুয়ারি দিন ধার্য হয়। কিন্তু মোবাইলে কোনও যোগাযোগ না হওয়ার কারণে বিয়ের দিন তিনি হবু বরের খোঁজে উপস্থিত হন মালদা শহরে।”
হাতে পাত্রের ছবি এবংপুলিশের কাছে অভিযোগের কপি নিয়ে মালদা শহরের সর্বমঙ্গলাপল্লী এলাকায় হন্যে হয়ে খুঁজেও খোঁজ পাননি হবু বরের। বিয়ের দিন বরের খোঁজ না পেয়ে বাবা মাকে সঙ্গে নিয়ে পাত্রী আবার ফিরে যান নিজের বাড়ি। মোবাইল নম্বরে বার বার ফোন করেও কথা হয়নি হবু বরের সঙ্গে।
আরও পড়ুন: Samik Bhattacharya: ‘উনি চান, তৃণমূলের কেউ রাজ্যপাল হোক’ মমতাকে খোঁচা পদ্ম শিবিরের