Congress Leader: চাকরি দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকার প্রতারণা, গ্রেফতার যুব কংগ্রেসের সহ সভাপতি

Congress Leader: এই নেতার বিরুদ্ধে আগেও স্কুলে ছাত্র ভর্তির নামে প্রতারণার অভিযোগ উঠেছিল। চাকরি দেওয়ার নামেও লক্ষ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। এমনটাই জানাচ্ছেন মালদহ জেলা কংগ্রেসের কার্যকরী সভাপতি কালীসাধন রায়।

Congress Leader: চাকরি দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকার প্রতারণা, গ্রেফতার যুব কংগ্রেসের সহ সভাপতি
রাজ্য যুব কংগ্রেস সহ সভাপতি বাবুল শেখImage Credit source: TV-9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Jan 10, 2024 | 7:57 PM

মালদহ: নিয়োগ দুর্নীতির অভিযোগে তোলপাড় তো চলছেই বঙ্গে। লোকসভা ভোট যতই এগিয়ে আসছে ততই সুর চড়ছে বিরোধীদের। অস্বস্তি বাড়ছে শাসকদল তৃণমূল কংগ্রেসের। চেপে ধরছেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, কংগ্রেস নেতা কৌস্তভ বাগচি, সিপিএম নেতা মহম্মদ সেলিমেরা। এখনও জেলেই দিন কাটছে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্য়ায়ের। এরইমধ্যে এবার চাকরি দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগ উঠল কংগ্রেস নেতার বিরুদ্ধে। 

বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশের হাতে গ্রেফতার রাজ্য যুব কংগ্রেস সহ সভাপতি বাবুল শেখ। অভিযোগ, সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে প্রতারণা চালাতেন এই কংগ্রেস নেতা। তাঁর বাড়ি মালদহের ইংরেজবাজার থানার যদুপুরে। ঘটনা প্রকাশ্যে আসতেই অস্বস্তি বেড়েছে হাত শিবিরের। 

সূত্রের খবর, এই নেতার বিরুদ্ধে আগেও স্কুলে ছাত্র ভর্তির নামে প্রতারণার অভিযোগ উঠেছিল। চাকরি দেওয়ার নামেও লক্ষ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। এমনটাই জানাচ্ছেন মালদহ জেলা কংগ্রেসের কার্যকরী সভাপতি কালীসাধন রায়। যখন এই সমস্ত অভিযোগ প্রকাশ্যে এসেছিল তখন আবার মালদহ জেলা কংগ্রেসের সভাপতি ছিলেন মৌসম নুর। অভিযোগ ওঠামাত্রই তিনি বাবুল শেখকে দল থেকে বহিষ্কার করে দেন। কিন্তু, তাঁর দৌড় ওখানেই শেষ হয়ে যায়নি। এর কিছুদিনের পাড়ি দেন কলকাতায়। কলকাতায় গিয়ে যুব কংগ্রেসের সহ সভাপতি হয়ে যান বাবলু শেখ।