TMC: টাকার বিনিময়ে পদ বিক্রির অভিযোগ, তৃণমূল জেলা সভাপতির অপসারণের দাবিতে বিক্ষোভ
TMC in Malda: বিক্ষুব্ধ তৃণমূল কর্মী-সমর্থকদের অভিযোগ দলেরই জেলা সভাপতি আব্দুর রহিম বক্সীর বিরুদ্ধে। আর এই অভিযোগ ঘিরেই বুধবার মালদার হরিশচন্দ্রপুরে শহিদ মোড়ে রাস্তার উপর বিক্ষোভ দেখান। রহিম বক্সীকে জেলা সভাপতির দায়িত্ব থেকে অপসারণের দাবিও তোলেন বিক্ষুব্ধরা।
মালদা: তৃণমূল নেতার বিরুদ্ধে এবার বিক্ষোভ দলেরই কর্মী-সমর্থকদের। বুধবার এমনই দৃশ্য দেখা গেল মালদার হরিশচন্দ্রপুরে। একেবারে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখালেন তৃণমূলের নীচুতলার কর্মী-সমর্থকরা। বিক্ষুব্ধ তৃণমূল কর্মীদের অভিযোগ, মোটা টাকার বিনিময়ে পদ বিক্রি করা হয়েছে। বিক্ষুব্ধ তৃণমূল কর্মী-সমর্থকদের অভিযোগ দলেরই জেলা সভাপতি আব্দুর রহিম বক্সীর বিরুদ্ধে। আর এই অভিযোগ ঘিরেই বুধবার মালদার হরিশচন্দ্রপুরে শহিদ মোড়ে রাস্তার উপর বিক্ষোভ দেখান।
কিন্তু কী নিয়ে এই বিক্ষোভ? জানা যাচ্ছে, এই অসন্তোষ মালদা জেলা পরিষদের স্থায়ী সমিতি ও কর্মাধ্যক্ষ পদের তালিকা প্রকাশ ঘিরে। গতকাল অর্থাৎ, মঙ্গলবারই এই তালিকা প্রকাশ করা হয়েছে। আর সেখানেই জেলার প্রথম সারির যাঁদের থাকার কথা, তাঁদের অনেকের নাম নেই বলে অভিযোগ বিক্ষুব্ধ দলীয় কর্মী-সমর্থকদের। জেলার তৃণমূল নেতা তথা রাজ্যের প্রতিমন্ত্রী তজমুল হোসেনর বিধানসভা কেন্দ্র হরিশচন্দ্রপুর থেকেও কাউকে কর্মাধ্যক্ষ করা হয়নি বলে ক্ষোভ তৃণমূল কর্মীদের।
শুধু তাই নয়, মোটা টাকার বিনিময়ে পদ বিক্রি হয়েছে বলেও অভিযোগ তাঁদের। একদিকে যেমন বিক্ষুব্ধদের পছন্দমতো নেতাদের পদ দেওয়া হয়নি, অন্যদিকে জেলা সভাপতির নিজের ছেলে, যিনি সদ্য রাজনীতিতে পা রেখেছেন, তাঁকে কর্মাধ্যক্ষ পদে বসানো হয়েছে। এই সব নিয়েই বুধবার রাস্তার উপর টায়ার জ্বালিয়ে চলে প্রতিবাদ। ঘটনাকে কেন্দ্র করে হরিশ্চন্দ্রপুর এলাকায় তীব্র উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। রহিম বক্সীকে জেলা সভাপতির দায়িত্ব থেকে অপসারণের দাবিও তোলেন বিক্ষুব্ধরা।
যদিও বিষয়টি নিয়ে তৃণমূল জেলা সভাপতি আব্দুর রহিম বক্সীর সঙ্গে যোগাযোগ করা হলে, তিনি যাবতীয় অভিযোগ অস্বীকার করেন। বলছেন, ‘যাঁরা এই অভিযোগ তুলছেন, তাঁরাই এর উত্তর দেবেন। দলীয় ফোরামে এই নিয়ে আলোচনা হবে।’ নিজের ছেলের পদপ্রাপ্তি নিয়েও তাঁর বক্তব্য, ‘দল যাকে চেয়েছে, যাকে সমর্থন করেছে, সেই হয়েছে। এই বিষয়ে কিছু বলার নেই।’