বিজেপি মহিলা মোর্চার নেত্রীকে আটক, ইংরেজবাজার থানার সামনে সাংসদ থেকে বিধায়কের ধরনা!
BJP: এদিকে মোর্চা নেত্রী রুমা মণ্ডলকে থানায় আটক করে নিয়ে যাওয়ার খবর ছড়াতেই চরম উত্তেজনার পরিস্থিতি তৈরি হয় থানা চত্বরে।
মালদহ: সাংসদ খগেন মুর্মুর নেতৃত্বে ইংরেজবাজার থানা ঘেরাও করে বিক্ষোভ দেখালেন বিজেপি কর্মীরা। বৃহস্পতিবার রাতে এই ঘেরাও কর্মসূচিতে বসেন বিজেপির কর্মী, সমর্থকরা। সেই বিক্ষোভ সামনে থেকে নেতৃত্ব দেন বিজেপি সাংসদ খগেন মুর্মু। মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে আটক করা হয় দুই মহিলা বিজেপি কর্মীকে। তাঁদের অভিযোগ, বিজেপির দুই কর্মীকে অন্যায় ভাবে পুলিশ থানায় আটকে রেখেছে। দু’জনই মহিলা কর্মী। এ ভাবে দুই মহিলাকে অন্যায় ভাবে হেনস্তা করার হচ্ছে, এই অভিযোগ তুলে এদিন ইংরেজবাজার থানা ঘেরাও করে বিজেপি। এই ঘটনায় উত্তেজনার পারদ চড়তে শুরু করে এলাকায়। দ্রুত ওই দুই মহিলাকে মুক্ত করতে হবে, এমনই দাবি বিক্ষোভকারীদের।
ঘটনার সূত্রপাত মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে এক বিজেপি নেত্রীর পরিচিতকে ভর্তি করার পর। মালদহ বৈষ্ণবনগরের বিজেপি মহিলা মোর্চার নেত্রী রুমা মণ্ডল ও গীতা মণ্ডল তাঁদের এক পরিচিতকে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করান। অভিযোগ, রোগী ভর্তি করানো হলেও যথাযথ চিকিৎসা সেখানে করা হয়নি। রোগীকে ফেলে রেখে কোনও রকম চিকিৎসা না করানোর অভিযোগ তুলে তাঁরা সোশ্যাল মিডিয়ায় সমস্ত ঘটনা জানানোর হুঁশিয়ারি দেন। অভিযোগ, রুমা মণ্ডলরা দাবি করেন, মেডিক্যাল কলেজের মতো হাসপাতালে ঠিকমতো পরিষেবা তো মিলছেই না, উল্টে ভুল চিকিৎসা হচ্ছে। এই চিকিৎসার ছবি রুমা মণ্ডল ও গীতা মণ্ডল সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার হুমকিও দেন। অভিযোগ, এরপরই উত্তেজনার পরিস্থিতি তৈরি হয় মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে। হাসপাতালের কর্মীরা, নিরাপত্তা রক্ষীরা এই নিয়ে পুলিশের দ্বারস্থ হন। তাঁরা নিজেদের নিরাপত্তা নিয়ে সরব হন। অভিযোগ, এরপরই দুই মহিলাকে তুলে নিয়ে যাওয়া হয় ইংরেজবাজার থানায়।
এদিকে মোর্চা নেত্রী রুমা মণ্ডলকে থানায় আটক করে নিয়ে যাওয়ার খবর ছড়াতেই চরম উত্তেজনার পরিস্থিতি তৈরি হয় থানা চত্বরে। বিক্ষোভ অবস্থানে বসেন মালদহ উত্তরের সাংসদ খগেন মুর্মু, দলের জেলা সভাপতি গোবিন্দ মণ্ডল, বিজেপির বিধায়ক গোপাল সাহা এবং বহু বিজেপি কর্মী ও প্রথম সারির জেলা নেতৃত্ব। একই সঙ্গে বিজেপির মহিলা মোর্চার সদস্যরাও উপস্থিত হন এই বিক্ষোভ কর্মসূচিতে। তুমুল উত্তেজনার পরিবেশ তৈরি হয় ইংরেজবাজার থানা চত্বরে। নিঃশর্তে এই দুই মহিলার মুক্তির দাবি তোলেন তাঁরা। এদিকে মোর্চা নেত্রীর আটক হওয়ার খবর ছড়াতেই ব্লক থেকেও শ’য়ে শ’য়ে মহিলা বিজেপি কর্মী যেতে শুরু করেন। অনেক রাত অবধিই এই বিক্ষোভ কর্মসূচি চলে। শেষ পাওয়া খবর অবধি থানার সামনেই অবস্থানে বসে বিজেপি কর্মীরা। কোন আইনে ওই দুই মহিলাকে আটকে রাখা হল প্রশ্ন তুলে স্লোগান দিতে থাকেন মহিলা নেত্রীরা। আরও পড়ুন: ‘এত বড় সাহস! মাংস রান্না করে খাওয়াবে না?’ বলেই স্ত্রীর মাথায় লাঠির বারি মারলেন যুবক