‘সন্তানের কথাটা ভেবো…’ স্রেফ এই কথাতেই অন্তঃসত্ত্বাকে ‘পিটিয়ে ঝোলালেন’ স্বামী!
প্রতিবাদ করায় জুলির ওপর শারীরিক ও মানসিক অত্যাচার করতেন তিনি।
মালদা: স্বামী নেশা করেই টাকা উড়িয়ে দিতেন। পেটের সন্তানের কথা ভেবে টাকা রাখতে বলেছিলেন স্ত্রী। বলেছিলেন, ‘সামনেই অনেক খরচ আছে। এসব করে টাকা উড়িও না।’ আর তাতেই কাল! ন’মাসের অন্তঃসত্ত্বাকে পিটিয়ে শ্বাসরোধ করে খুন করার পর ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। নৃশংস ঘটনার স্বাক্ষী থাকল মালদার (Maldah) কালিয়াচক। মৃতের নাম জুলি মন্ডল।
জানা গিয়েছে, দু’বছর আগে মানিক তলার বাসিন্দা পলাশ মন্ডলের সাথে বিয়ে হয় জুলির। বর্তমানে ন’মাসের অন্তঃসত্ত্বা ছিলেন জুলি। তাঁর বাপের বাড়ির অভিযোগ, নেশা ও জুয়ায় আসক্ত পলাশ। তার প্রতিবাদ করায় জুলির ওপর শারীরিক ও মানসিক অত্যাচার করতেন তিনি।
তাঁদের মধ্যে অশান্তি লেগেই থাকতে। কিন্তু ইদানীং সন্তানসম্ভবা হওয়ায় জুলি ঝামেলা করা কমিয়ে দেন। রবিবার ফের প্রতিবাদ করেন, তাই আবারও অশান্তি হয়। পরিবারের বয়ান অনুযায়ী, হঠাৎ সোমবার সকালে তাঁরা জানতে পারেন, মেয়ে অসুস্থ। খবর পেয়ে গিয়ে শ্বশুরবাড়ি গিয়ে দেখেন মেয়ের মৃত্যু হয়েছে। অভিযোগ, লাঠি দিয়ে পিটিয়ে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে জুলিকে। জুলির শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। তা থেকেই অনুমান পরিবারের।
আরও পড়ুন: ‘হুক্কা হুয়া বাজেট’! বাংলায় আপনারা কী করবেন, সব করে দিয়েছি: মমতা
জুলির পরিবার স্বামী-সহ ৫ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে। অভিযুক্তরা পলাতক। পুলিশ তাঁদের খোঁজে তল্লাশি চালাচ্ছে।