Crime: দরজা খুলতে দেরি, কাঠ দিয়ে বৃদ্ধ বাবা-মাকে বেধড়ক মার ছেলের
Malda: দু'জনের মাথায় গুরুতর আঘাত রয়েছে।
মালদা: বয়স বেড়েছে ওনাদের। আগের মতো অতটাও সচল নয়। সেই কারণে দরজা খুলতে দেরি হয়। আর তার কারণেই মিলল শাস্তি। তাও আবার খোদ ছেলের কাছেই। বৃদ্ধ বাবা-মাকে কাঠ দিয়ে বেধড়ক মার ছেলের।গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি ওই বৃদ্ধ দম্পতি।
ঘটনাটি মালদার (Malda) গাজোল থানা এলাকার। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আহত দম্পতির নাম আবদুল খালেক এবং মনোয়ারা বিবি । দু’জনের মাথায় গুরুতর আঘাত রয়েছে। বৃদ্ধ দম্পতি জানিয়েছেন, এদিন তার ছেলে দরজায় কড়া নাড়ছিল। এরপর দরজা খুলতে সামান্য দেরি হওয়ায় কাঠের চপার দিয়ে তাদের উপর হামলা করে । সঙ্গে দুজনকে বেধড়ক মারধর করা হয়। তাঁদের চিৎকার শুনে আশেপাশের লোকজন ছুটে এলে অভিযুক্ত ছেলে জিল্লু রহমান ঘটনাস্থান থেকে পালিয়ে যায়।
এরপর দম্পতি চিকিৎসার জন্য ভর্তি হয়েছেন মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে । ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত ছেলে জিল্লু রহমান। এই ঘটনায় গাজোল থানা অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত ওই বৃদ্ধ দম্পতি।
উল্লেখ্য, গতকালই সামনে এসেছে এমনই খবর। ক্যানিং থানার (Canning Police Station) অন্তর্গত দিঘীরপাড় গ্রামপঞ্চায়েতের তাঁতকল পাড়া এলাকায় । স্থানীয় সূত্রে খবর, পরশু সন্ধেয় জবা সরকারের ছোট্ট মেয়ে বাড়ির পাশে খেলা করছিল। সেই সময় হঠাৎ প্রতিবেশি মাম্পি সরকার (Mampi Sarkar) মেয়েটিকে উদ্দেশ্য করে গালিগালাজ করতে থাকে। ‘মেয়ে কেন কটূক্তি করছেন ?’ এই প্রশ্ন করতেই অভিযোগ আচমকাই মাম্পি সরকার জবা দেবীকে মারধর করতে থাকে। এখানেই শেষ নয়, আরও অভিযোগ উঠছে যে শুধু মাম্পি নয় সঙ্গে তার শাশুড়ি কবিতা সরকার ও স্বামী শুভ সরকারও জবা দেবীকে মারধর করে।
প্রতিবেশীদের বেধড়ক মারে ওই গৃহবধুর বাঁ-হাত,বাঁ-পা সহ শরীরের বাঁ-দিক মারাত্মক ভাবে জখম হয়। ঘটনায় তিনি মাটিতে লুটিয়ে পড়ে যন্ত্রণায় কাতরাতে থাকেন। খবর পেয়েই গৃহবধুর স্বামী ও অন্যান্যরা দৌড়ে গিয়ে তাঁকে উদ্ধার করে। চিকিৎসার জন্য তড়িঘড়ি ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে ।বর্তমানে সেখানেই আশঙ্কাজনক অবস্থায় ওই গৃহবধু চিকিৎসাধীন রয়েছেন।ঘটনার বিষয়ে অভিযোগ জানিয়ে ক্যানিং থানায় একটি অভিযোগ দায়ের করেছেন গৃহবধুর স্বামী। অভিযোগ পেয়েই তদন্ত শুরু করেছে ক্যানিং থানার পুলিশ।
আরও পড়ুন: Petrol Price Today: দেশের বেশকিছু শহরে ১২০ টাকা লিটারের দোড়গোড়ায় পেট্রোল, ডিজেলও পেরিয়েছে সেঞ্চুরি
আরও পড়ুন: Goa: মমতার সফরের আগে তুঙ্গে তরজা, মুখ্যমন্ত্রীর পদত্যাগ চেয়ে রাজ্যপালের দ্বারস্থ তৃণমূল