Mud Trafficking: সরকারি জলাশয়ের মাটি কেটেই চলছে দেদার পাচার, কাঠগড়ায় তৃণমূলের গোষ্ঠী কোন্দল

Malda: মালদার রতুয়া থানা এলাকার সামসি গ্রামপঞ্চায়েতের পিনডোল গ্রামের ঘটনা।

Mud Trafficking: সরকারি জলাশয়ের মাটি কেটেই চলছে দেদার পাচার, কাঠগড়ায় তৃণমূলের গোষ্ঠী কোন্দল
দেদার মাটি পাচার (নিজস্ব ছবি)
Follow Us:
| Edited By: | Updated on: Mar 27, 2022 | 1:53 PM

মালদা: সরকারি জলাশয়ের মাটি কেটে চলছিল দেদার পাচার। আর এই নিয়েই তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে লাগাতার উত্তেজনা। গোটা ঘটনায় আহত সাত জন। এর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। জানা গিয়েছে, ইতিমধ্যে ঘরছাড়া হয়েছে চারটি পরিবার। ঘটনাস্থলে ইতিমধ্যেই পৌঁছেছে পুলিশ।

মালদার রতুয়া থানা এলাকার সামসি গ্রামপঞ্চায়েতের পিনডোল গ্রামের ঘটনা। অভিযোগ, সরকারি জলাশয়ের ধারের মাটি কেটে তা ট্রলি করে পাচার হচ্ছে বিহারে। একটি বা দু’টি ট্রলি নয়। এই রকম একাধিক ট্রলিতে জলাশয়ের ধারের ওই মাটি কেটে পাচার করা হচ্ছে বিহারে।

এক প্রত্যক্ষদর্শী জানান, “ওই গ্রামের তৃণমূল কর্মীদের দাবি গ্রামেরই তৃণমূল প্রধান থেকে শুরু করে তৃণমূলের বেশ কয়েকজন নেতা প্রত্যক্ষভাবে এই অবৈধ মাটি পাচারের সঙ্গে যুক্ত। আর তাদের বাধা দিতেই সংঘর্ষ বাধে। পুকুরটির থেকে অবৈধ ভাবে মাটি তুলে তা লাগাতার পাচার করছিল। যারা এই করছিল তারা প্রত্যেকেই তৃণমূল করে। এরপর আমরা সবাই গ্রামবাসীরা ওই এলাকায় গিয়ে প্রতিবাদ করি। এরপর ওরা কিছু গুণ্ডা বাহিনী নিয়ে আসে গ্রামে। তখন আমরা গ্রামবাসীরা এলাকায় গিয়ে ওদের আটকাই। প্রশাসনকে জানান হয়েছিল। তবে লিখিত ভাবে কোনও কিছু জানান হয়নি। এরপর আজকে আবার বোমা, পিস্তল নিয়ে ওরা হাজির হয়। আমরা গ্রামবাসীরা সামনে গেলে আমাদের মেরে ফেলারও হুমকি দিচ্ছে।” এই বিষয়ে সিপিএম মালদা জেলা কমিটির সদস্য জহুর আলম বলেন, “তৃণমূল থাকবে আর গোষ্ঠী দ্বন্দ্ব থাকবে না তা হয় না। এটা বিচ্ছিন্ন ঘটনা নয়। এখানে ঘটনা ঘটেছে তা নতুন নয়।”

আরও পড়ুন: Talit Bomb Recover: সকালবেলাতেই পুলিশে-পুলিশে ছয়লাপ, মাঠের ধারে যেতেই উৎসুক জনতা উদ্ধার করলেন আসল রহস্য

আরও পড়ুন: Bagtui Massacre: বগটুইয়ের দগ্ধভূমিতে অসমাপ্ত আরও এক মহেশের কাহিনী