TMC : ‘ভুল ধরলেই লঙ্কা গুঁড়ো ছিটিয়ে দিন’, নিদান তৃণমূল নেত্রীর

TMC : প্রসঙ্গত এদিন মালদার (Malda) হরিশ্চন্দ্রপুর ১(বি) ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক কর্মসূচি ছিল বড়োই গ্রাম পঞ্চায়েত (Panchayat) এলাকায়। সেখানেই বিরোধীদের বিরুদ্ধে কড়া আক্রমণ শানান তৃণমূল (Trinamool Congress) নেত্রী সুজাতা সাহা।

TMC : ‘ভুল ধরলেই লঙ্কা গুঁড়ো ছিটিয়ে দিন’, নিদান তৃণমূল নেত্রীর
সুজাতা সাহা
Follow Us:
| Edited By: | Updated on: Jan 15, 2023 | 3:08 PM

মালদা : উত্তর হোক বা দক্ষিণ, বাংলার যে কোনও প্রান্তে কান পাতলেই শোনা যাচ্ছে গরমাগরম ডায়লগ। পঞ্চায়েত ভোট (Panchayat Election) যে এগিয়ে আসছে তই তপ্ত হচ্ছে বঙ্গ রাজনীতির আঙিনা। শাসক হোক বা বিরোধী কেউই কাউকে একচুল জায়গা ছাড়তে রাজি নয়। “প্রশাসন হোক বা টিএমসির গুণ্ডা বাহিনী, যে মস্তানি করতে আসবে, ওদের পিঠে চ্যালা কাঠ ভাঙুন।” কয়েকদিন এ ভাষাতেই একযোগে সরকার ও শাসক তৃণমূলের বিরুদ্ধে খড়গহস্ত হয়েছিলেন বনগাঁ দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিজেপি (BJP) বিধায়ক স্বপন মজুমদার। এবার বিরোধীদের মুখে লঙ্কা গুঁড়ো ছিটিয়ে দেওয়ার ‘নিদান’ মালদার তৃণমূল নেত্রীর। “পঞ্চায়েত ভোট আসছে। এখন বিজেপি ঘর থেকে বেরিয়ে আসবে। সিপিএম, কংগ্রেসও বলতে ছাড়বে না। যখন বিরোধী নেতারা আমাদের বলতে আসবে, ভুল ধরাতে আসবে তখন ওদের মুখে লঙ্কা গুঁড়ো ছিটিয়ে দেবেন।” মালদার সভা থেকে এ ভাষাতেই বিরোধীদের আক্রমণ করতে দেখা গেল ব্লক মহিলা তৃণমূলের (Trinamool Congress) সভানেত্রী সুজাতা সাহাকে। যা নিয়ো শোরগোল শুরু হয়ে গিয়েছে জেলার রাজনৈতিক মহলে। 

প্রসঙ্গত এদিন মালদার হরিশ্চন্দ্রপুর ১(বি) ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক কর্মসূচি ছিল বড়োই গ্রাম পঞ্চায়েত এলাকায়। সেখানেই বিরোধীদের বিরুদ্ধে কড়া আক্রমণ শানাতে গিয়ে সুজাতা বলেন, “দল কখনও কাউকে দুর্নীতি করতে বলেনি। কাজ করতে গেলে একটু ভুল ভ্রান্তি হতেই পারে। কাজ করতে গেলে ভুল হয়। যাঁরা কাজ করবে না, হাত পা গুটিয়ে বসে থাকবে তাঁদের তো ভুল হবে না। এখন পঞ্চায়েত ভোট আসছে, আর এখনই আমাদের ভুলগুলি ধরিয়ে ওরা দেখাবে তৃণমূল এই সেই, এটা সেটা। এখন বিজেপি ঘর থেকে বেরিয়ে আসবে। সিপিএম, কংগ্রেসও বলতে ছাড়বে না। যখন বিরোধী নেতারা আমাদের বলতে আসবে, ভুল ধরাতে আসবে তখন ওদের মুখে লঙ্কা গুঁড়ো ছিটিয়ে দেবেন। প্রয়োজনে গাছে বেঁধে রাখবেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের কোন প্রকল্পে কত ভাল কাজ হয়েছে তা ওদের বুঝিয়ে দেবেন।” এদিন তৃণমূলের কর্মসূচিতে সুজাতা সাহা ছাড়াও জেলা মহিলা সভানেত্রী মৃণালিনী মাইতি, জেলা তৃণমূলের সাধারণ সম্পাদিকা শর্মিষ্ঠা ভট্টাচার্য, হরিশ্চন্দ্রপুর ১(বি) ব্লক তৃণমূল সভাপতি মানিক দাস, মহিলা জেলা সদস্যা পপি চক্রবর্তী সহ অন্যান্য নেতৃত্ব। 

এ বিষয়ে কড়া প্রতিক্রিয়া দিয়েছে বিরোধীরাও। পাল্টা আক্রমণ শানিয়ে জেলা বিজেপির সাংগঠনিক সম্পাদক রূপেশ আগারওয়াল বলেন, “আগামীদিনে প্রচারে যাবে এরা তখন এদের জায়গাটা মানুষই বুঝিয়ে দেবে। কেন্দ্রীয় সরকারের একাধিক প্রকল্প ওরা নিজেদের নামে চালাচ্ছে। রাজ্য সরকার তো খেলা, মেলা ছাড়া আর কিছু বোঝে না। লঙ্কার গুঁড়োর ফলাফল পঞ্চায়েত ভোটে বুঝিয়ে দেবে জনসাধারণ। প্রতি জায়গায় হারবে ওরা। তখনই ওরা বুঝতে সাধারণ মানুষ আসলে কাদের মুখে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে দিয়েছে।”