TMC: মন্ত্রীর গড়েই শাসকদলে ভাঙন; ব্লক সহ সভাপতির নেতৃত্বে ‘হাত’ ধরলেন হাজারের বেশি তৃণমূল কর্মী
কালিয়াচক-২ ব্লকের প্রাক্তন ২ সভাপতি, ৩ পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান সহ ব্লক কমিটির ২০০ জন সদস্য সহ হাজারেরও বেশি কর্মী এদিন তৃণমূল ছেড়ে হাত শিবিরে যোগদান করেন বলে কংগ্রেসের দাবি।
কালিয়াচক: পঞ্চায়েত নির্বাচনের আগেই শাসকদলে ভাঙন! মালদায় মন্ত্রী সাবিনা ইয়াসমিনের গড়েই তৃণমূলে ব্যাপক ভাঙন ধরল। দল ছেড়েছেন কালিয়াচক-২ এর তৃণমূল ব্লক সহ সভাপতি সহ কয়েক হাজার তৃণমূল কর্মী। এঁরা সকলেই ঘাস-ফুল ছেড়ে কংগ্রেসে যোগ দিলেন। শনিবার ঘটনাটি ঘটেছে মালদার মোথাবাড়ি এলাকায়। যদিও আগামী নির্বাচনের টিকিটের লোভেই এঁরা দল ছেড়েছেন বলে দাবি মন্ত্রী সাবিনা ইয়াসমিনের।
যদিও দলে পদ বা টিকিট পেতে হলে টাকা দিতে হয়। তার জন্যই দল ছাড়লেন বলে অভিযোগ তুলেছেন তৃণমূল ছেড়ে কংগ্রেসে যাওয়া কালিয়াচক-২ এর তৃণমূল ব্লক সহ সভাপতি সহ প্রাক্তন ২ সভাপতি, প্রাক্তন ৩ পঞ্চায়েত প্রধান ও প্রাক্তন উপ-প্রধানদের। এছাড়া চাকরিতে নিয়োগে তোলাবাজি এবং আবাস যোজনায় দুর্নীতির অভিযোগেও তাঁরা বীতশ্রদ্ধ হয়ে দল ছেড়েছেন বলে জানিয়েছেন। যদিও এপ্রসঙ্গে মন্ত্রী সাবিনা ইয়াসমিনের পাল্টা প্রশ্ন, সহ-সভাপতি জানান, “তিনি ওই পদ পাওয়ার জন্য কত টাকা দিয়েছেন?” তাঁর দল ছাড়ার কারণ প্রসঙ্গে মন্ত্রী বলেন, “জেলা পরিষদের টিকিট চেয়েছিল। সেটা আমার পক্ষে দেওয়া সম্ভব হবে না। তাই সে অন্য দলে গিয়েছে।”
কালিয়াচক-২ ব্লকের সহ-সভাপতি ছাড়া আরও যাঁরা এদিন দল ছাড়লেন, তাঁরা আদতে দলের ‘আগাছা’ ছিলেন বলে মন্তব্য করেছেন মন্ত্রী সাবিনা ইয়াসমিন। তাঁর কথায়, “যারা দলের অচ্ছুৎ ছিল, তারা গিয়েছে। তারা আমার ভোট করায়নি। সহ সভাপতি কেবল আমার ভোট করিয়েছিল। আমি চাইছিলাম, আগাছাগুলো চলে যাক। এটা আমাদের জন্য ভাল হয়েছে। সবাই স্বার্থসিদ্ধির জন্য গিয়েছে।”
প্রসঙ্গত, কালিয়াচক-২ ব্লকের প্রাক্তন ২ সভাপতি, ৩ পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান সহ ব্লক কমিটির ২০০ জন সদস্য সহ হাজারেরও বেশি কর্মী এদিন তৃণমূল ছেড়ে হাত শিবিরে যোগদান করেন বলে কংগ্রেসের দাবি। সাংসদ আবু হাসেম খান চৌধুরীর নেতৃত্বেই হাত পতাকা হাত তুলে নেন তাঁরা।