Awas Yojona : শিলিগুড়িতে আবাস তদন্তে কেন্দ্রীয় দল, চাপনউতর বাড়ছে জেলার রাজনৈতিক মহলে
Awas Yojona : আবাস যোজনার দুর্নীতির অভিযোগে শোরগোল চলছে বাংলার রাজনৈতিক মহলে। আবাস তদন্তে কেন্দ্রীয় দল বাংলায় আসতেই তা নিয়ে চাপানউতর শুরু হয়ে গিয়েছে বাংলার রাজনৈতিক মহলে।
কলকাতা : শুরু হয়ে গিয়েছে পঞ্চায়েত ভোটের (Panchayat Election) কাউন্টডাউন। তবে নির্বাচনে শাসক তৃণমূলকে (Trinamool Congress) ধরাশায়ী করতে বিরোধীদের মারণাস্ত্র এখন আবাস যোজনাই (Awas Yojona)। বিগত কয়েক মাসে আবাস যোজনায় দুর্নীতির অভিযোগে সরগরম গোটা রাজ্যের রাজনৈতিক মহল। রাজ্যের একাধিক প্রান্তে তৃণমূল নেতাদের অনুগামীদের বেআইনিভাবে ঘর পাইয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। অনেক জায়গাতেই আবাস যোজনার সার্ভেতে যাওয়া সরকারি কর্মীদের গায়ে হাত দেওয়ার অভিযোগ উঠেছে। এই প্রেক্ষাপটে ইতিমধ্যেই রাজ্যে এসেছেন কেন্দ্রীয় প্রতিনিধিরা। খতিয়ে দেখা হচ্ছে আবাস যোজনার কাজ। শনিবারই আবাস তদন্তে শিলিগুড়িতে পা দিয়েছে কেন্দ্রীয় দল।
সূত্রের খবর, শনিবার সন্ধ্যায় শিলিগুড়িতে এসে পৌঁছেছেন দুই সদস্যের কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্যরা। শহরে এসেই তাঁরা শিলিগুড়ি মহাকুমা পরিষদে জরুরি বৈঠকও ডাকেন। উপস্থিত ছিলেন বিভিন্ন ব্লকের বিডিও সহ পঞ্চায়েত দফতরের আধিকারিকরা। রবিবার থেকেই বেশ কিছু ব্লকে যাওয়ার কথা রয়েছে তাঁদের। খতিয়ে দেখবেন আবাস যোজনার কাজ। ইতিমধ্যেই উত্তরবঙ্গের বিভিন্ন জেলা এবং দক্ষিণবঙ্গের কয়েকটি জেলা সহ মোট দশ জেলায় আবাস যোজনায় ঘর বিলির তদন্তে এই দল কেন্দ্রের তরফে রাজ্যে এসেছে।
প্রসঙ্গত, ইতিমধ্যেই আবাস যোজনার দুর্নীতি নিয়ে রাজ্যের বিরুদ্ধে লাগাতার তোপ দেগেছেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী থেকে শুরু করে বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সহ বহু পদ্ম নেতাই। নালিশও ঠুকেছেন দিল্লির দরবারে। তবে কেন্দ্রীয় দল রাজ্যে পা দেওয়ার আগেই এ বিষয়ে চিঠি এসে যায় রাজ্য নবান্নের কাছে। রাজ্যের তরফে জানানো হয়, এ কাজেও তাঁদের পূর্ণ সহযোগিতা করা হবে। তবে কেন্দ্রীয় টিম রাজ্যে আসতেই তা নিয়ে চাপানউতর শুরু হয়ে যায় রাজনৈতিক মহলে। আগের দফায় দুই মেদিনীপুর, পূর্ব বর্ধমান, কালিম্পং, দার্জিলিং, মালদহ, মুর্শিদাবাদ সহ বেশ কয়েকটি জেলা পরিদর্শন করেছেন কেন্দ্রীয় দল। এখন দেখার তদন্তে শেষে শেষ পর্যন্ত দিল্লির দরবারে তারা কী রিপোর্ট দেন।