Samserganj: তিন বছরের বাচ্চাকে কোলে নিয়ে ক্যানেলে অতর্কিতে ঝাঁপ মহিলার! চলছে তল্লাশি

Samserganj: প্রত্যক্ষদর্শীরা দৌড়ে গেলেও তাঁকে রক্ষা করতে পারেননি। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় সামসেরগঞ্জ থানায়। পুলিশ গিয়ে ক্যানেলে ডুবুরি নামান। তবে শেষ পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, মা ও ছেলেকে উদ্ধার করা সম্ভব হয়নি।

Samserganj: তিন বছরের বাচ্চাকে কোলে নিয়ে ক্যানেলে অতর্কিতে ঝাঁপ মহিলার! চলছে তল্লাশি
বাচ্চাকে কোলে নিয়ে মহিলার ঝাঁপImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Sep 02, 2023 | 11:17 AM

মুর্শিদাবাদ: তিন বছরের শিশু সন্তানকে নিয়ে ফিডার ক্যানেলে ঝাঁপ এক মহিলার। শনিবার চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের সামশেরগঞ্জ থানার চাঁদপুর পল্টন ব্রিজে। এখনও পর্যন্ত তলিয়ে যাওয়া শিশু ও মহিলার নাম পরিচয় জানা যায়নি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে সামশেরগঞ্জ থানার পুলিশ। খবর দেওয়া হয়েছে ডুবুরি টিমকে। এদিকে চাঁদপুর পল্টন ব্রিজ থেকে শিশু সন্তানকে নিয়ে ফিডার ক্যানেলে মহিলার ঝাঁপ দেওয়ার ঘটনায় এলাকায় ব্যপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সকালে ক্যানেলের আশপাশ দিয়েই বাচ্চার হাত ধরে ঘুরে বেরাচ্ছিলেন তিনি। তাঁকে ইতঃস্তত ঘুরতে দেখেছিলেন স্থানীয় দোকানিরাও। কিন্তু তাঁদের বক্তব্য, মহিলার আচরণে সেরকমভাবে কোনও অস্বাভাবিকত্ব দেখতে পাননি তাঁরা। আচমকাই তাঁরা দেখতে পান, বাচ্চাকে কোলে নিয়েই ক্যানেলে ঝাঁপিয়ে পড়েন তিনি।

প্রত্যক্ষদর্শীরা দৌড়ে গেলেও তাঁকে রক্ষা করতে পারেননি। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় সামসেরগঞ্জ থানায়। পুলিশ গিয়ে ক্যানেলে ডুবুরি নামান। তবে শেষ পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, মা ও ছেলেকে উদ্ধার করা সম্ভব হয়নি। তল্লাশি চলছে। দু’জনের দেহ উদ্ধার হলেই তাদের পরিচয় জানা যাবে। আর পরিচয় জানা গেলে পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করতে পারবে পুলিশ। আপাতত পুলিশ আশপাশের থানায় খবর দিয়ে রেখেছে। কোনও বাড়ি থেকে শিশু-সহ কোনও মহিলা নিখোঁজ রয়েছেন কিনা, তা খোঁজ নেওয়া হচ্ছে।