Adhir Ranjan Chowdhury: কংগ্রেস কর্মীদের হেনস্থার প্রতিবাদে লাগাতার ১৬ ঘণ্টা ধর্না অধীরের, বিচারের দাবিতে যাচ্ছেন হাইকোর্টেও
Adhir Ranjan Chowdhury: বস্তুত, কংগ্রেস প্রার্থীদের প্রতীক জমা দেওয়ার ফর্ম কেড়ে নেওয়ার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। মঙ্গলবার কংগ্রেসের পক্ষ থেকে প্রার্থীরা নিজেদেক প্রতীক জমা দেওয়ার ফর্ম দিতে যান।
মুর্শিদাবাদ: পঞ্চায়েত ভোট (Panchayat Election 2023) নিয়ে অশান্তি চলছেই। মুর্শিদাবাদের (Murshidabad) বড়ঞায় বিডিয়ো অফিসে তুলকালাম। প্রতীক জমা দিতে গিয়ে আক্রান্ত কংগ্রেস প্রার্থীরা। পুলিশের সামনেই মারধরের অভিযোগ। কাঠগড়ায় শাসকদল। প্রতিবাদে বিডিও অফিসে ধর্না কংগ্রেস দলনেতা অধীর রঞ্জন চৌধুরীর। লাগাতার ১৬ ঘণ্টা ধরে ধর্না চালিয়ে যাচ্ছেন কংগ্রেস দলনেতা। গতকাল বিকেল ৪টে নাগাদ ধর্নায় বসেন অধীর। এখনও পর্যন্ত চলেছে ধর্না।
বস্তুত, কংগ্রেস প্রার্থীদের প্রতীক জমা দেওয়ার ফর্ম কেড়ে নেওয়ার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। মঙ্গলবার কংগ্রেসের পক্ষ থেকে প্রার্থীরা নিজেদেক প্রতীক জমা দেওয়ার ফর্ম দিতে যান। সেই ফর্ম কেড়ে নেয় তৃণমূল। শুধু তাই নয়, মারধরও করে কংগ্রেস প্রার্থীদের বলে দাবি হাত শিবিরের। ঘটনাস্থলে জমায়েত হলে পুলিশও লাঠিচার্জ করে বলে অভিযোগ।
এক নজরে আপডেট (সর্বশেষ তথ্য উপরে)
- শুধু তৃণমূলই নয়, অধীর অভিযোগ করেছেন এলাকার বিডিওর বিরুদ্ধে। লোকসভার স্পীকার ওম বিড়লাকে চিঠি লিখে জানিয়েছেন, লোকসভার অধীনে অবস্থিত এই বড়়ঞা ব্লক। ফর্ম জমা দেওয়া নিয়ে তিনি যখন ঘটনাস্থলে পৌঁছন সেই সময় একবার দেখা করারও প্রয়োজন বোধ করেননি বিডিও। দুর্ব্যবহার করা হয়েছে তাঁর সঙ্গে। একজন জনপ্রতিনিধিকে সম্মান করা হচ্ছে না বলে অভিযোগ করেছেন তিনি।
- একই সঙ্গে তিনি জানিয়েছে এই নিয়ে তাঁরা বুধবার হাইকোর্টে মামলা দায়ের করবেন। সেই মামলায় যতক্ষণ না হাইকোর্ট কোনও রায় দিচ্ছে ততক্ষণ পর্যন্ত ধর্না চালিয়ে যাবেন।
- কংগ্রেস দলনেতার বক্তব্য, যতক্ষণনা প্রার্থীর প্রতীক জমা দেওয়ার ফর্ম জমা নেওয়া হবে ততক্ষণ তিনি ধর্না থেকে উঠবেন না।
- এরই প্রতিবাদে বড়ঞায় ধর্নায় বসেছেন অধীর চৌধুর। গতকাল থেকে এখনও পর্যন্ত ধর্নায় বসে রয়েছেন তিনি। প্রায় ১৬ ঘণ্টা হতে চলল ধর্না থেকে ওঠেননি কংগ্রেস নেতা।
- কংগ্রেসের অভিযোগ, তাদের কর্মীদের কাছ থেকে প্রতীক জমা দেওয়ার ফর্ম কেড়ে নেওয়াই হয়নি পাশাপাশি তা বিডিও অফিসে জমাও দিতে দেওয়া হয়নি।
- মূলত, প্রতীক জমা দেওয়ার ফর্ম কেড়ে নেওয়াকে কেন্দ্র উত্তেজনা ছড়িয়েছে মুর্শিদাবাদে।