Durga Puja 2023: দশমীর পুজো শুরুর আগে অঘটন, কান্দিতে চুরি মা দুর্গার সোনার গয়না-সহ যাবতীয় অস্ত্র

Durga Puja 2023: ঘোষ বাড়ির সদস্যরা জানাচ্ছেন মঙ্গলবার ভোর ৫টা নাগাদ তাঁরা প্রথম মন্দিরে যান। কিন্তু, মন্দিরে যেতেই চোখ কপালে উঠে যায় তাঁদের। দেখা যায় মা দুর্গার গা থেকে খুলে নেওয়া হয়েছে সোনার গয়না। চুরি হয়ে গিয়েছে রূপোর অস্ত্রও। খবর যায় পুলিশে।

Durga Puja 2023: দশমীর পুজো শুরুর আগে অঘটন, কান্দিতে চুরি মা দুর্গার সোনার গয়না-সহ যাবতীয় অস্ত্র
চিন্তায় পরিবারের সদস্যরা Image Credit source: TV-9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Oct 24, 2023 | 10:06 AM

কান্দি: চলে যাচ্ছেন উমা। বিষাদের মেঘ বাংলার আকাশে। সকাল থেকে মণ্ডপে মণ্ডপে শুরু হয়ে গিয়েছে দশমী পুজোর প্রস্তুতি। কিন্তু, এরইমধ্যে মুর্শিদাবাদ জেলার কান্দিতে ঘটে গেল বড় অঘটন। চুরি হয়ে গেল  দুর্গার সোনার গয়না, অস্ত্র। কান্দি থানার অন্তর্গত পার রসোড়া গ্রামে ঘোষ বাড়ির পুজো হয়ে আসছে প্রায় ৯০০ বছরের বেশি সময় ধরে। প্রতি বছরই পুরনো রীতিনীতি মেনে, মহাসমারোহে হয়ে থাকে ঘোষ বাড়ির ঐতিহ্য়বাহী এই দুর্গাপুজো। পুজো দেখতে জেলা তো বটেই দূর-দূরান্তের বহু মানুষের ভিড় জমে এখানে। সেখানে এই ঘটনা ঘটেছে, খবর চাউর হতেই গোটা জেলাতেই শুরু হয়েছে চাপানউতোর। 

ঘোষ বাড়ির সদস্যরা জানাচ্ছেন মঙ্গলবার ভোর ৫টা নাগাদ তাঁরা প্রথম মন্দিরে যান। কিন্তু, মন্দিরে যেতেই চোখ কপালে উঠে যায় তাঁদের। দেখা যায় মা দুর্গার গা থেকে খুলে নেওয়া হয়েছে সোনার গয়না। চুরি হয়ে গিয়েছে রূপোর অস্ত্রও। খবর যায় পুলিশে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে কান্দি থানার পুলিশ। অভিযোগ পেয়ে তদন্ত শুরু করে দিয়েছে। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বাড়ির সদস্যদের। কিন্তু, এখনও পর্যন্ত চোর ধরা সম্ভব হয়নি। এদিকে পুজোর মুখে এ ঘটনায় রীতিনতো আতঙ্ক ছড়িয়েছে গ্রামবাসীদের মধ্যে। 

ঘটনায় পরিবারের সদস্য অনুপম ঘোষ বলেন, “ভোরে আমরা যখন মন্দিরে আসি তখন দেখি মা দুর্গার সোনার গয়না-সহ যাবতীয় জিনিস চুরি হয়ে গিয়েছে। অস্ত্রও চুরি হয়েছে। কে করেছে আমরা জানি না। পুলিশ তদন্ত করছে। এবার দেখা যাক কী হয়। আমাদের এই পুজো প্রায় ৯১৭ বছরের পুরনো। কিন্তু, পূর্ব পুরুষদের কারও মুখে এ ধরনের ঘটনার কথা শুনিনি। পুজোর সময় এরকম হওয়ায় ভয় তো খানিক লাগছেই আমাদের।”