Murshidabad: পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি,পুজোর মধ্যেই রণক্ষেত্রে মুর্শিদাবাদের জলঙ্গী

Murshidabad: সোমবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের জলঙ্গীর কালিগঞ্জ বাজার এলাকায়। ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় ওই এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন ডোমকল এসডিপিও শেখ সামসুদ্দিন। আসে বিশাল পুলিশ বাহিনী।

Murshidabad: পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি,পুজোর মধ্যেই রণক্ষেত্রে মুর্শিদাবাদের জলঙ্গী
এখনও তপ্ত গোটা এলাকাImage Credit source: TV-9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Oct 24, 2023 | 8:51 AM

জলঙ্গী: পুজোর মধ্যেই তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি মুর্শিদাবাদের জলঙ্গীতে। ঘটনায় জখম দু’পক্ষের বেশ কয়েকজন। পুলিশকে লক্ষ্য করে চলল ইট বৃষ্টি। সোমবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের জলঙ্গীর কালিগঞ্জ বাজার এলাকায়। ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় ওই এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন ডোমকল এসডিপিও শেখ সামসুদ্দিন-সহ ডোমকল ও জলঙ্গী থানার বিশাল পুলিশ বাহিনী। 

ঘটনায় এক প্রত্যক্ষদর্শী বলছেন, আমি তো বাজারে আসছিলাম। তখন দেখি মোটরসাইকেল রাখা নিয়ে দু’পক্ষের তুমুল ঝামেলা হয়। সংঘর্ষও শুরু হয়ে যায়। একে অপরের দিকে পাথরও ছুঁড়তে থাকে। মুহূর্তেই তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা। পুলিশ আসে। তখন পুলিশকে লক্ষ্য করে ইট ছুঁড়তে থাকে। সামান্য কথা কাটাকাটি থেকেই এত কাণ্ড হয়ে গেল। এ ঘটনার পরেই বন্ধ হয়ে যায় গোটা বাজার। 

আর এক প্রত্যক্ষদর্শী সাইফুল ইসলাম বলেন, “হাট ছিল। মানুষের ভিড়ও ছিল খুব। তারমধ্যে বাইক রাখা নিয়ে ঝামেলা। যে জায়গায় বাইকটা রাখা ছিল তার পিছনে একটা ওষুধের দোকান ছিল। একটা লোক বাইক রাখতে গেলে তাঁকে নিষেধ করা হয়েছিল। তা নিয়েই কথা কাটাকাটি শুরু হয়। যে ছেলেটা বাইক রাখছিল সে চেঁচাতে শুরু করে। অন্যপক্ষও তেড়ে যায়। হাতাহাতিও শুরু হয়ে যায়। পুলিশ আসার পর পরিস্থিতি খানিকটা স্বাভাবিক হয়।” ঘটনার পর থেকে এখনও চাপা উত্তেজনা রয়েছে ওই বাজারে। থমথমে পরিস্থিতি গোটা এলাকায়।