Murshidabad Murder: অষ্টমীর রাতেও নৃশংস হত্যা! সারা শরীর কুপিয়ে দেওয়া হল ব্যবসায়ীর

Murshidabad Murder: স্থানীয় বাসিন্দাদের অনেকে জানাচ্ছেন, আচমকাই আর্তনাদ শুনতে পেয়েছিলেন তাঁরা। দৌড়ে এসে দেখেছেন সফিকুল রক্তাক্ত অবস্থাতেই দোকানের সামনে পড়ে রয়েছেন। রক্তে ভেসে যাচ্ছে মাটি

Murshidabad Murder: অষ্টমীর রাতেও নৃশংস হত্যা! সারা শরীর কুপিয়ে দেওয়া হল ব্যবসায়ীর
মুর্শিদাবাদে ব্যবসায়ীকে কুপিয়ে খুনের অভিযোগImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Oct 23, 2023 | 8:45 AM

মুর্শিদাবাদ: পুজোর মধ্যেও বন্ধ নেই খুনোখুনির। অষ্টমীর রাতে ব্যবসায়ীকে কুপিয়ে খুনের অভিযোগ উঠল। শিউরে ওঠার মতো ঘটনা মুর্শিদাবাদের ইসলামপুরের শিশাপাড়া এলাকায়। পুলিশ জানিয়েছে, মৃত ব্যবসায়ীর নাম সফিকুল ইসলাম।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ইসলামপুরের শিশাপাড়া ক্লাবের পাশে ওই ব্যবসায়ীর মুদি দোকান। তিনি সেখানে রোজই যান। অষ্টমীর সন্ধ্যাতেও দোকান খোলা ছিল বলে স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন।  সন্ধ্যায় দোকানে সেরকম ভিড় না থাকায় তিনি সামনেই দাঁড়িয়ে ছিলেন। সে সময়ে টিয়ারুল নামে এক ব্যক্তি অতর্কিতে তাঁর ওপর হামলা চালায় বলে অভিযোগ।

স্থানীয় বাসিন্দাদের অনেকে জানাচ্ছেন, আচমকাই আর্তনাদ শুনতে পেয়েছিলেন তাঁরা। দৌড়ে এসে দেখেছেন সফিকুল রক্তাক্ত অবস্থাতেই দোকানের সামনে পড়ে রয়েছেন। রক্তে ভেসে যাচ্ছে মাটি। টিয়ারুল নামে ওই ব্যক্তি দৌড়ে পালিয়ে যাচ্ছেন। তাঁর হাতে হাঁসুয়া জাতীয় কোনও কিছু ছিল। সফিকুলের শরীরের একাধিক জায়গায় ক্ষত ছিল। তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

ঘটনার তদন্ত শুরু করেছে ইসলামপুর থানার পুলিশ। প্রাথমিকভাবে জানা গিয়েছে, পুরনো কোনও শত্রুতার জেরেই খুন করা হয়েছে। অভিযুক্তের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।