Murshidabad: মাস তিনেক আগেই বিবাহ-বিচ্ছেদ, প্রাক্তন স্ত্রীকে ধারাল অস্ত্র দিয়ে এলোপাথারি কোপ

Murshidabad Murder: প্রাক্তন স্ত্রীকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। একের পর এক এলোপাথারি কোপ। গোটা শরীর রক্তে মাখামাখি।

Murshidabad: মাস তিনেক আগেই বিবাহ-বিচ্ছেদ, প্রাক্তন স্ত্রীকে ধারাল অস্ত্র দিয়ে এলোপাথারি কোপ
মুর্শিদাবাদে প্রাক্তন স্ত্রীকে খুনের অভিযোগImage Credit source: নিজস্ব চিত্র
Follow Us:
| Edited By: | Updated on: Aug 26, 2023 | 9:55 AM

মুর্শিদাবাদ: ঝামেলা-অশান্তি চলছিল অনেকদিন ধরেই। তারপর বিবাহ বিচ্ছেদ। দু’জনেই আলাদা থাকছিলেন। কিন্তু তারপরও রেহাই পেলেন না মহিলা। প্রাক্তন স্ত্রীকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। একের পর এক এলোপাথারি কোপ। গোটা শরীর রক্তে মাখামাখি। এরপর হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু মহিলার। মৃতার নাম শাহনাজ বিবি। বাড়ি মুর্শিদাবাদের ইসলামপুর থানা এলাকার মোহনপুর গ্রামে। আর অভিযুক্ত প্রাক্তন স্বামীর নাম বাবু শেখ। সেও ওই এলাকারই বাসিন্দা। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। তদন্তে নেমেছেন পুলিশকর্মীরাও। মৃতার দেহটি ময়নাতদন্তের জন্য বহরমপুরে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে পাঠিয়েছে পুলিশ। তবে ঘটনার পর থেকে অভিযুক্তের কোনও খোঁজ এখনও পায়নি পুলিশ।

স্থানীয় সূত্র মারফত জানা যাচ্ছে, বছর খানেক আগে শাহনাজ বিবির সঙ্গে বিয়ে হয়েছিল বাবু শেখের। বিয়ের পর থেকেই দু’জনের মধ্যে ঝামেলা ও অশান্তি লেগে থাকত। পাড়া-প্রতিবেশীদের কানেও সেই পারিবারিক ঝামেলার পৌঁছে যেত। মাঝেমাঝেই চলত এই স্বামী-স্ত্রীর অশান্তি। স্থানীয় সূত্র মারফত জানা যাচ্ছে, পারিবারিক এই ঝামেলা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছিল আর সেই সঙ্গে মহিলার উপর স্বামীর অত্যাচারও বাড়ছিল বলে অভিযোগ। শেষ পর্যন্ত শাহনাজ বিবি বিবাহ বিচ্ছেদের মামলা করেন আদালতে। তারপর আদালতের নির্দেশে উভয়ের বিবাহ বিচ্ছেদ হয়ে যায়। তখন থেকে প্রায় মাস তিনেক হল আলাদাই থাকতেন দু’জনে।

এরপর বৃহস্পতিবার দুপুরে হঠাৎ ওই মহিলার বাড়িতে চড়াও হয় প্রাক্তন স্বামী বাবু শেখ। হাতে ধারাল অস্ত্র। আর তা দিয়েই অতর্কিতে একের পর এক এলোপাথারি কোপ মহিলার গায়ে। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন শাহনাজ। গোটা শরীর রক্তে মাখামাখি। এরপর স্থানীয় বাসিন্দারাই মহিলাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। কিন্তু ততক্ষণে সব শেষ। হাসপাতালে যাওয়ার পথে রাস্তাতেই মৃত্যু হয় শাহনাজের।