Bengal STF: ২ কোটি টাকার মাদক ঢুকছিল বাংলায়! বড়সড় র‌্যাকেটের পর্দাফাঁস করল STF

Murshidabad: স্পেশাল টাস্ক ফোর্স সূত্রে জানা যাচ্ছে, ওই ট্রাকটি ঝাড়খণ্ডের দিক থেকে আসছিল। ট্রাকের নম্বর প্লেট ছিল নাগাল্যান্ডের। তদন্তকারী অফিসারদের সন্দেহ ওই বিপুল পরিমাণ নিষিদ্ধ মাদক নিয়ে যাওয়া হচ্ছিল উত্তর দিনাজপুরের ডালখোলার দিকে। গতকাল ওই ট্রাকটি থামিয়ে তল্লাশি চালাতেই চোখ একেবারে কপালে ওঠে এসটিএফ-এর।

Bengal STF: ২ কোটি টাকার মাদক ঢুকছিল বাংলায়! বড়সড় র‌্যাকেটের পর্দাফাঁস করল STF
বড়সড় মাদক চক্রের পর্দাফাঁসImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Dec 28, 2023 | 9:00 PM

রঘুনাথগঞ্জ: মাদক বিরোধী অভিযানে ফের বড় সাফল্য রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের। আন্তঃরাজ্য মাদক পাচারের বড়সড় চক্রের পর্দাফাঁস করল এসটিএফ। গোপান সূত্র মারফত খবর পেয়ে বুধবার মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানা এলাকায় ১২ নম্বর জাতীয় সড়কের উপর ফাঁদ পেতেছিলেন এসটিএফ-এর অফিসাররা। এই অভিযানেই উদ্ধার হয়েছে প্রায় ২ কোটি টাকার নিষিদ্ধ মাদক। একটি দশ চাকার ট্রাকে করে নিয়ে যাওয়া হচ্ছিল এক গাদা নিষিদ্ধ কাশির সিরাপ ফেনসেডিল। সব মিলিয়ে প্রায় ২৫ হাজার (২৪ হাজার ৯০০) বোতল ফেনসিডিল বাজেয়াপ্ত করেছে স্পেশাল টাস্ক ফোর্স। গাড়ির চালককে গ্রেফতার করে ওই দশ চাকার ট্রাকটিকে বাজেয়াপ্ত করেছে এসটিএফ।

এদিকে স্পেশাল টাস্ক ফোর্স সূত্রে জানা যাচ্ছে, ওই ট্রাকটি ঝাড়খণ্ডের দিক থেকে আসছিল। ট্রাকের নম্বর প্লেট ছিল নাগাল্যান্ডের। তদন্তকারী অফিসারদের সন্দেহ ওই বিপুল পরিমাণ নিষিদ্ধ মাদক নিয়ে যাওয়া হচ্ছিল উত্তর দিনাজপুরের ডালখোলার দিকে। গতকাল ওই ট্রাকটি থামিয়ে তল্লাশি চালাতেই চোখ একেবারে কপালে ওঠে এসটিএফ-এর। ট্রাকের পিছন দিকে একটি গোপন কুঠুরিতে বিপুল পরিমাণ মাদক নিয়ে ভিনরাজ্য থেকে ঢুকছিল আন্তঃরাজ্য পাচারকারীদের এই ট্রাক। সাগর শা নামে যে ট্রাক চালককে গ্রেফতার করা হয়েছে, তার বাড়ি আবার হাওড়ার গোলাবাড়ি এলাকায়। স্পেশাল টাস্ক ফোর্সের অফিসারদের সন্দেহ, এই মাদক পাচারের পিছনে আন্তঃরাজ্য পাচারকারীদের একটি বড় গ্যাং থাকতে পারে।

এই বোতল বোতল ফেনসিডিল ঝাড়খণ্ডের রাঁচি থেকে আসছিল বলে এসটিএফ সূত্রে খবর। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ২ কোটি টাকা। এসটিএফ-এর এই অভিযানের পর মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানায় মামলা রুজু হয়েছে এবং মাদক আইনে তদন্ত শুরু হয়েছে। এই আন্তঃরাজ্য মাদক পাচার চক্রের সঙ্গে আরও কারা কারা জড়িত, তাও খতিয়ে দেখছেন স্পেশাল টাস্ক ফোর্সের অফিসাররা।