BSF Suicide:পাশের ঘরে গুলির শব্দ, সহকর্মীরা ছুটে এসে দেখেন মেঝেতে পড়ে বিএসএফ জওয়ান

Murshidabad: নিজের সার্ভিস রিভালভার দিয়ে আত্মহত্যা করেছেন ওই জওয়ান।

BSF Suicide:পাশের ঘরে গুলির শব্দ, সহকর্মীরা ছুটে এসে দেখেন মেঝেতে পড়ে বিএসএফ জওয়ান
আত্মহত্যা করলেন জওয়ান
Follow Us:
| Edited By: | Updated on: Nov 02, 2021 | 8:57 AM

মুর্শিদাবাদ: নিজের সার্ভিস রিভলবার দিয়ে আত্মহত্যা করলেন কর্মরত বিএসএফ (BSF) জওয়ান। তবে ঠিক কী কারণে তিনি আত্মহত্যা করেছেন তা জানা যায়নি।

সূত্রের খবর, ওই জওয়ানের নাম সুরেশ কুমার। তিনি জলঙ্গি চরভদ্রার বিওপির ১৪১ নম্বর ক্যাম্পে কর্মরত ছিলেন। মৃতের বাড়ি রাজস্থানের হনুমানগড় জেলার ভিরানি থানার অন্তর্গত লাখাওয়ার গ্ৰামে। তবে এই বিষয়ে বিএসএফ কমান্ডোর কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি এখন পর্যন্ত।

জানা গিয়েছে, গতকাল ক্যাম্পের নিজের ঘরেই সার্ভিস রিভলবার দিয়ে গুলি করেন নিজের উপর। গুলির শব্দ শুনে অন্য বিএসএফ জওয়ানরা তাঁর ঘরে গিয়ে দেখেন তিনি মাটিতে পড়ে রয়েছেন। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে সাদি খাঁন দেওয়ার গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হলে কর্মব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। পরে পুলিশ মৃত জওয়ানের দেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

উল্লেখ্য, কয়েকমাস আগে প্রেমে প্রত্যাখাত হয়ে যুবতীকে ভোজালি দিয়ে আঘাত করার পর গায়ে পেট্রল ঢেলে আত্মহত্যার করার চেষ্টার অভিযোগে ওঠে এক বিএসএফ জওয়ানের (BSF) বিরুদ্ধে। ঘটনাটি পশ্চিম মেদিনীপুরের।

আক্রান্ত তরুণী তনুশ্রী জানা ও তার পরিবারের অভিযোগ, আশিস খানড়া নামে ওই বিএসএফ জওয়ানের (BSF) সঙ্গে তরুণীর ২০১৮ সাল থেকে প্রণয়ের সম্পর্ক ছিল। তরুণী জানিয়েছিলেন তিনি আশিসকে বিয়ে করতে চান। কিন্তু আশিস রাজি হননি। অভিযোগ, পরে তরুণী জানতে পারেন অভিযুক্ত আগে থেকেই বিবাহিত। শুধু তাই নয়, তাঁর একটি শিশু সন্তানও রয়েছে।

এই কথা জানতে পেরেই ওই জওয়ানের (BSF) সঙ্গে সম্পর্ক ত্যাগ করার চেষ্টা করেন তনুশ্রী। অভিযোগ, ওই বিএসএফ জওয়ান তাঁর ছবি বিকৃত করে ব্ল্যাকমেইল করা শুরু করেন। কিন্তু তাতেও নিজের সিদ্ধান্ত থেকে সরে আসেননি ওই তরুণী।ওই জওয়ান তরুণীর বাড়িতে চড়াও হয়ে প্রথমে তাঁকে ভোজালি দিয়ে আঘাত করার চেষ্টা করেন। তারপর বাড়ির মধ্যেই নিজেই নিজের গায়ে পেট্রল ঢেলে আগুন লাগানোর হুমকি দেন বলে অভিযোগ। তখন, তনুশ্রী তাঁর হাত থেকে লাইটার কেড়ে নেন এবং ঘর থেকে বের করে দেন। ছুটে আসেন তনুশ্রীর মা-বাবাও।ঘটনায়, স্থানীয় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। গোটা ঘটনা তদন্ত করে দেখছে পুলিশ।

আরও পড়ুন: Shantipur By-Election Results 2021: ‘গণনা প্রভাবিত করতেই ভিতরে মহুয়া মৈত্র’, তৃণমূল সাংসদের বিরুদ্ধে বিস্ফোরক বিজেপির জগন্নাথ

আরও পড়ুন: Crime: জমির মালিক কে? তাই নিয়েই বিবাদ, ঝামেলা মেটাতে একপক্ষ বেছে নিল চরম পথ!