Drugs Recovered: ১০০ কেজি গাঁজার পর ২ কোটি টাকার হেরোইন! কী চলছে চারদিকে

Murshidabad: রাজ্যের স্পেশাল টাস্ক ফোর্স ও হাওড়া জিআরপি-এর এক যৌথ অভিযানে মুর্শিদাবাদের বহরমপুরের কাছে খাগরাঘাট স্টেশন থেকে উদ্ধার হয় এই বিপুল পরিমাণ নিষিদ্ধ মাদক। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ২ কোটি টাকা। একেবারে হাতেনাতে পাকড়াও করা হয়েছে এক মহিলা-সহ তিন মাদক পাচারকারীকে। ধৃতদের নাম রাজা খান, সেন্টু শেখ ও রাধা বিবি।

Drugs Recovered: ১০০ কেজি গাঁজার পর ২ কোটি টাকার হেরোইন! কী চলছে চারদিকে
গ্রেফতার তিন মাদক পাচারকারীImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Mar 30, 2024 | 3:10 PM

মুর্শিদাবাদ: নাগাল্যান্ড থেকে মুর্শিদাবাদে ঢুকছিল বিপুল পরিমাণে নিষিদ্ধ মাদক। ট্রেনে করেই নিয়ে আসা হচ্ছিল প্রায় দুই কেজি হেরোইন। রাজ্যের স্পেশাল টাস্ক ফোর্স ও হাওড়া জিআরপি-এর এক যৌথ অভিযানে মুর্শিদাবাদের বহরমপুরের কাছে খাগরাঘাট স্টেশন থেকে উদ্ধার হয় এই বিপুল পরিমাণ নিষিদ্ধ মাদক। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ২ কোটি টাকা। একেবারে হাতেনাতে পাকড়াও করা হয়েছে এক মহিলা-সহ তিন মাদক পাচারকারীকে। ধৃতদের নাম রাজা খান, সেন্টু শেখ ও রাধা বিবি। তিন জনেরই বাড়ি বহরমপুর থানা এলাকায়। গ্রেফতার হওয়া ওই তিনজনের বিরুদ্ধে আজিমগঞ্জ জিআরপি থানায় মাদক আইনে মামলা রুজু করা হয়েছে।

জানা যাচ্ছে, গতকাল কামরূপ এক্সপ্রেসে চেপে ওই তিনজন মুর্শিদাবাদে ফিরেছিলেন। গোপন সূত্র মারফত, মুর্শিদাবাদে এই বিপুল পরিমাণ মাদক ঢোকার খবর আগে থেকেই পেয়েছিলেন স্পেশাল টাস্ক ফোর্সের অফিসাররা। সেই মতো প্রস্তুতও ছিলেন এসটিএফে অফিসাররা। ধৃত তিনজনকে জিজ্ঞাসাবাদ করে প্রাথমিক তদন্তে এসটিএফ অফিসাররা জানতে পেরেছেন, ওই বিপুল পরিমাণ মাদক নিয়ে আসা হচ্ছিল নাগাল্যান্ডের ডিমাপুর থেকে। কয়েকদিন আগেই এই তিনজন ২ কেজি হেরোইন নিয়েছিল নাগাল্যান্ড থেকে। তারপর কামরূপ এক্সপ্রেসে চেপে মুর্শিদাবাদে ফিরছিল। টার্গেট ছিল, এই বিপুল পরিমাণ নিষিদ্ধ মাদক লোকাল হ্যান্ডেলারদের কাছে পৌঁছে দিয়ে মুনাফা কামানো। যাতে তাদের গতিবিধি দেখে কারও মনে কোনও সন্দেহ না জাগে, সেই কারণে টিমে এক মহিলাকেও রাখা হয়েছিল।

উল্লেখ্য, গতকাল রাতেই পূর্ব মেদিনীপুরের এগরায় তরমুজ ভর্তি ট্রাকের আড়ালে গাঁজা পাচারের চেষ্টা বানচাল করেছে পুলিশ। উদ্ধার হয়েছে একশো কেজিরও বেশি গাঁজা। আর এবার ট্রেনে করে মাদক নিয়ে আসতে গিয়ে মুর্শিদাবাদ থেকে ধরা পড়ল তিন জন।