Lok Sabha Election 2024: টেবিলে রাখা সাদা-হলদে কাপড়ের ব্যাগ, তার ভিতরেই ‘সব’, ভোটারদের কী দিচ্ছেন তৃণমূলের আবু?

Abu taher khan: সিপিএম-এর দাবি ঈদ উপলক্ষ্যে উপহার দিয়ে ভোটারদের প্রভাবিত করছেন আবু তাহের খান। নির্বাচন কমিশনে এই সক্রান্ত বিষয়ে নালিশও জানাবে সিপিএম বলে খবর। অপরদিকে তৃণমূল প্রার্থী আবার অভিযোগ করেছেন বাম প্রার্থী প্রচারে বেরিয়ে উস্কানিমূলক মন্তব্য করেছেন।

Lok Sabha Election 2024: টেবিলে রাখা সাদা-হলদে কাপড়ের ব্যাগ, তার ভিতরেই 'সব', ভোটারদের কী দিচ্ছেন তৃণমূলের আবু?
ভোটারদের উপহার দিচ্ছেন?Image Credit source: Tv9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Apr 02, 2024 | 9:25 AM

মুর্শিদাবাদ: ভোটারদের প্রভাবিত করার অভিযোগ উঠল মুর্শিদাবাদের তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে। উপহার দিয়ে আবু তাহের খান প্রভাবিত করছেন এলাকার ভোটারদের। গুরুতর অভিযোগ করল সিপিএম। পাল্টা আবার বাম প্রার্থীর বিরুদ্ধে উস্কানিমূলক মন্তব্য করার অভিযোগ তুলল তৃণমূল। নির্বাচন কমিশনে দায়ের হয়েছে অভিযোগ।

সিপিএম-এর দাবি ঈদ উপলক্ষ্যে উপহার দিয়ে ভোটারদের প্রভাবিত করছেন আবু তাহের খান। নির্বাচন কমিশনে এই সক্রান্ত বিষয়ে নালিশও জানাবে সিপিএম বলে খবর। একটি ভিডিয়োতে (টিভি ৯ বাংলা সত্যতা যাচাই করেনি) দেখা যাচ্ছে, তৃণমূল প্রার্থী মাইক হাতে বক্তৃতা দিচ্ছেন। তাঁর সামনে রাখা সারি সারি কাপড়ের ব্যাগ। জানা গিয়েছে, তার মধ্যে কোনওটায় রাখা আছে শাড়ি, কোনওটায় ড্রাই ফ্রুটস। এই সব উপহার দিয়েই ভোটারদের মন পেতে চাইছেন আবু। এমনটাই অভিযোগ সিপিএম-এর। সেখানকার বামফ্রন্ট   প্রার্থী মহম্মদ সেলিম বলেছেন, মুর্শিদাবাদের মানুষ বিদায়ী সাংসদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলে তাঁকে প্রত্যাখ্যাত করবেন। ইলেক্টরেল বন্ডের মাধ্যমে লুঠ করা টাকা দিয়ে গুন্ডাবাহিনী কন্ট্রোল করার এবং উপহার-উপঢৌকন বিলি করে মানুষের আনুগত্য ক্রয় করবার রাজনীতি মানুষ ছুঁড়ে ফেলবেন। আমরা আশা করব নির্বাচন কমিশন বিদায়ী সাংসদের আচরণের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করবে।” তবে নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ উড়িয়েছেন তৃণমূল প্রার্থী। বলেছেন, “আমার কোনও অনুষ্ঠান ছিল না। সব মিথ্যা অভিযোগ।”

এ দিকে, আবার মহিলা গ্রাম প্রধানকে হুমকি দিয়ে বিতর্কে জড়িয়েছেন তৃণমূল এই প্রার্থী। দলে ফেরাতে চেয়ে হুঁশিয়ারিও দিয়েছেন। বলেছেন, “একজন নির্বাচিত সদস্য আছেন দলের সঙ্গে গাদ্দারি করেছেন। বেইমানি করে অন্য দলের সঙ্গে মিশে দলকে বিভ্রান্ত করার চেষ্টা করেছেন। তাঁকে বলব, তুমি সাবধান হয়ে যাও, নির্বাচনের পর ভয়ঙ্কর রুপ হবে আমাদের। সেদিন কিন্তু তুমি চেষ্টা করেও আর এদিক ওদিক করতে পারবে না। সাতদিন সময় আছে।”