Nawsad siddique: রাজ্য সরকারকে হঠাৎ কেন ধন্যবাদ জানালেন নওশাদ?
Nawsad siddique: শনিবার নওশাদ বলেন, "কেউ-কেউ বলেছিল একজন বিধায়ক কী করবে ? আমি এই পরিযায়ী শ্রমিকদের জন্য বিধানসভায় বক্তব্য রেখেছিলাম। আমার কথাতেই মান্যতা দিয়ে শ্রমিকদের জন্য একটি কার্ড তৈরি হয়েছে। ভিন রাজ্যে কাজে গিয়ে মৃত্যু হলে সরকার তাঁদের ক্ষতিপূরণ দেবে। এই জন্য রাজ্য সরকারকে ধন্যবাদ জানাই।"
হরিহরপাড়া: আর বেশি দেরি নেই লোকসভা ভোটের। শাসক-বিরোধী দু’পক্ষই নেমে পড়েছে মাঠে। উভয়ই-উভয়ের খামতি তুলে ধরতে ব্যস্ত। বাদ গেল না আইএসএফও। ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকির এবার চোখ মুর্শিদাবাদে। সেখানে হরিহর পাড়ায় গিয়ে পরিযায়ী শ্রমিকদের নিয়ে মুখ খুললেন আইএসএফ বিধায়ক।
শনিবার নওশাদ বলেন, “কেউ-কেউ বলেছিল একজন বিধায়ক কী করবে ? আমি এই পরিযায়ী শ্রমিকদের জন্য বিধানসভায় বক্তব্য রেখেছিলাম। আমার কথাতেই মান্যতা দিয়ে শ্রমিকদের জন্য একটি কার্ড তৈরি হয়েছে। ভিন রাজ্যে কাজে গিয়ে মৃত্যু হলে সরকার তাঁদের ক্ষতিপূরণ দেবে। এই জন্য রাজ্য সরকারকে ধন্যবাদ জানাই।”
এরপর তিনি বাংলা দিবস পালন সংক্রান্ত বিষয়ের কথা উল্লেখ করেন। বিধানসভায় বক্তৃতায় নিজের বক্তব্য স্মরণ করিয়ে বলেন, “সিদ্দিকুল্লা চৌধুরী যেন কি বলেছিলেন? আমি বিজেপির সুরে সুর মিলিয়ে কথা বলি?” নওশাদ বলেছেন, “আমি ওনাকে বলতে চাই বাংলা দিবসের দিন আমি যে ঝাঁঝালো বক্তব্য দিয়েছিলাম। সেখানে কে মুখ্যমন্ত্রী, কে স্বাস্থ্যমন্ত্রী আমি এসব ভাবিনি। আমি সাধারণ মানুষের কথা বলেছি। সাধারণ মানুষের কথা বলব।”
এরপর কৃষকদের অবস্থা বিভিন্ন দুর্নীতি নিয়েও তিনি সরব হয়েছেন। উল্লেখ্য, হরিহর পাড়ার জনসভায় মাইকের তার খুলে দেওয়ার অভিযোগ ওঠে। সেই বিষয়টিকেও চক্রান্ত হিসাবেই দেখছেন নওশাদ। বলছেন, “এখানে আমার সভা নিয়ে চক্রান্ত করা হচ্ছে। এখানে কংগ্রেসের সভা হয়,এখানে বিজেপির সিপিআইএমের সভা হয়, কিন্তু আমার সভার দিনে এইরকম গন্ডগোল প্রথম থেকেই করা হয়।”