Job Scam: জেলাশাসকের সই-ও হয়ে গেল জাল! নিয়োগ দুর্নীতির এত জলঘোলার মধ্যেও আরও বড় কেস
Murshidabad: অভিযোগের ভিত্তিতে ঘটনা তদন্ত শুরু করেছে বহরমপুর থানার পুলিশ। একদিন আগেই মুর্শিদাবাদের জলঙ্গিতে একটি আম বাগানের মধ্যে ক্যাম্প খাটিয়ে ভুয়ো নিয়োগপত্র দেওয়ার কাজ চলছিল।
মুর্শিদাবাদ: জেলাশাসকের সই জালিয়াতি করে নিয়োগের চিঠি। প্রায় ১৫ জনকে নিয়োগের জন্য তৈরি হয়েছিল এই চিঠি। ঘটনায় অজ্ঞাত পরিচয় ব্যক্তির নামে অভিযোগ দায়ের করল পঞ্চায়েত দফতর। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের বহরমপুরে। মুর্শিদাবাদের জেলাশাসক রাজর্ষি মিত্রের স্বাক্ষর স্ক্যান করে ১৫ জনের একটি নিয়োগ পত্র তৈরি করেছিল কয়েকজন সেই জালপত্র জানতে পেরে জেলা পঞ্চায়েত দফতরের আধিকারিক বহরমপুর থানায় একটি অভিযোগ দায়ের করে।
অভিযোগের ভিত্তিতে ঘটনা তদন্ত শুরু করেছে বহরমপুর থানার পুলিশ। একদিন আগেই মুর্শিদাবাদের জলঙ্গিতে একটি আম বাগানের মধ্যে ক্যাম্প খাটিয়ে ভুয়ো নিয়োগপত্র দেওয়ার কাজ চলছিল।
ঘটনায় উঠে আসে ওই এলাকার বাসিন্দা সাহাবুল ইসলাম নামে এক ব্যক্তির নাম। অভিযোগ, কয়েকজন বহিরাগতকে নিয়ে যান বাগানের ওই প্যান্ডেলে। সেখানে তাঁদের ইন্টারভিউ বোর্ডের সদস্য হিসাবে পরিচয় দেন। খবর জানাজানি হতেই শোরগোল পড়ে এলাকায়। সেদিন ঘটনাস্থল থেকে বেশ কয়েকজনকে আটক করে পুলিশ। সেই ঘটনার পর এই অভিযোগ দায়ের হয় বহরমপুর থানায়। আর এখানেই প্রশ্ন উঠেছে, যেখানে রাজ্যে নিয়োগ নিয়েই এত দুর্নীতির অভিযোগ উঠছে, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তদন্ত করছে, সেখানেও কীভাবে ভুয়ো চাকরি ও ভুয়ো নথির বারবড়ন্ত! জেলাশাসকের স্বাক্ষর জলে পাশাপাশি তার স্টাম্প ও জাল করা হয়েছে বলে অভিযোগ।