Lok Sabha Election 2024: ‘হিন্দু-মুসলিম সকলেই মোদীকে জেতাতে চাইছেন’, প্রার্থীর সমর্থনে বহরমপুরে এসে বললেন BJP নেতা মুক্তার আব্বাস নকবি

Lok Sabha Election 2024: সোমবার সকালে মুর্শিদাবাদ জেলার বহরমপুর লোকসভা কেন্দ্রে বিজেপির এক কার্যালয়ে সাংবাদিক বৈঠক করেন মুক্তার আব্বাস নকবি। সেখান থেকে কংগ্রেসকে একদিকে যেমন 'গদি গ্যাং' বলে কটাক্ষ করেন, তেমনই তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ তোলেন 'সংখ্যালঘু ভোটারকে চুইংগামের মতো ব্যবহার করার'

Lok Sabha Election 2024: 'হিন্দু-মুসলিম সকলেই মোদীকে জেতাতে চাইছেন', প্রার্থীর সমর্থনে বহরমপুরে এসে বললেন BJP নেতা মুক্তার আব্বাস নকবি
মুক্তার আব্বাস নকবিImage Credit source: Tv9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Mar 11, 2024 | 12:51 PM

মুর্শিদাবাদ: লোকসভা নির্বাচনে ২০টি আসনের প্রার্থী দিয়েছে বিজেপি। অপরদিকে, ব্রিগেড থেকে ৪২ আসনের প্রার্থী দিয়েছে তৃণমূল। কিন্তু জিততে মরিয়া শাসক-বিরোধী সকলেই। একটি আসনও কেউ কাউকে ছাড়তে নারাজ। আর তাই এবার বিজেপি প্রার্থীর হয়ে প্রচারে নামলেন কেন্দ্রীয় নেতা মুক্তার আব্বাস নকবি।

সোমবার সকালে মুর্শিদাবাদ জেলার বহরমপুর লোকসভা কেন্দ্রে বিজেপির এক কার্যালয়ে সাংবাদিক বৈঠক করেন মুক্তার আব্বাস নকবি। সেখান থেকে কংগ্রেসকে একদিকে যেমন ‘গদি গ্যাং’ বলে কটাক্ষ করেন, তেমনই তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ তোলেন ‘সংখ্যালঘু ভোটারকে চুইংগামের মতো ব্যবহার করার’

বস্তুত, মুর্শিদাবাদের বহরমপুর লোকসভা কেন্দ্র এখন হাইভোল্টেজ। গত পাঁচবারের সাংসদ তথা কংগ্রেস দলনেতা অধীর রঞ্জন চৌধুরীর গড় ছিনিয়ে নিতে মরিয়া শাসক দল। প্রার্থী করা হয়েছে প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠানকে। রাজনৈতিক বিশ্লেষকদের দাবি, ইউসুফকে দাঁড় করিয়ে সংখ্যালঘু ভোটার টানতে চাইছে শাসকদল। অপরদিকে, নিজের গড় থেকে এবারও লড়তে পারেন অধীর চৌধুরী। এই সকল চাপানউতরের মধ্যেই নিজেদের প্রার্থীর প্রচারে পা রাখলেন কেন্দ্রীয় নেতা মুক্তার আব্বাস নকবি। বিজেপি প্রার্থী চিকিৎসক নির্মল কুমার সাহাকে সমর্থনের আবেদন করেন।

২০২৪-এর নির্বাচনকে মহাভারতের যুদ্ধর সঙ্গে তুলনা করলেন বিজেপির কেন্দ্রীয় নেতা। এই লড়াই সত্যের সঙ্গে অসত্যের, ধর্মের সঙ্গে অধর্মের লড়াই বলেও দাবি জানান তিনি। কেন্দ্রের বিজেপি নেতার কথায়, “কংগ্রেসের গদি গ্যাং রয়েছে। এই গদি গ্যাং গালি গ্যাং হয়েছে। মোদীর নামে গালিগালাজ করে এরা। এটাই এটাই এদের সংস্কৃতি। দেশের লোকই এদের জবাব দেবে। আর আমরা সমাজের সকলকে নিয়ে একসঙ্গে চলছি। এখন হিন্দু-মুসলিম সকলেই মোদীজীকে জেতাতে চাইছেন।”