মাঠের মধ্যে পড়ে রয়েছে কিশোরের কাটা আঙুল, রক্তে ভাসছে মুখ… বোমা ফেটে বীভৎস জখম
Murshidabad: বল ভেবে খেলতে গিয়ে বোমা ফেটে এই ঘটনা বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
মুর্শিদাবাদ: প্রতিদিনের মতোই সোমবার বিকেলেও মাঠে খেলতে গিয়েছিল আকাশ, সামিমরা। রোজের মতোই বল নিয়ে চলছিল ছোড়াছুড়ি। এরই মধ্যে মাঠে অবিকল বলের আকৃতির কী যেন একটা নজরে আসে। ওদের মধ্যেই একজন তা তুলে ছুড়ে মারে অন্যের দিকে। সঙ্গে সঙ্গে বিকট শব্দ এলাকায়। রক্তে ভেসে যাচ্ছে মাটি। সেখানেই শুয়ে ছটফট করছে তিন যুবক। পরে জানা গেল বোমা বিস্ফোরণ। এই ঘটনা সাগরপাড়ার লালকূপ পূর্বপাড়ার।
বল ভেবে খেলতে গিয়ে বোমা ফেটে এক কিশোরের আঙুলই পুরোপুরি উড়ে যায় এই ঘটনায়। বিকট শব্দ আর ওই কিশোরদের ভয়ঙ্কর কান্নার শব্দে গোটা পাড়ার লোকজন বাইরে বেরিয়ে আসেন। মাঠে তখন পড়ে ছটফট করছে তিনজন। মুখ নাক বেয়ে গল গল করে বেরিয়ে আসছে রক্ত। একজন আবার প্রাণপণে বুকের কাছে হাতখানা চেপে ধরে মাথা নিচু করে তারস্বরে কেঁদে চলেছে। দেখা গেল হাত থেকে খসে পড়া আঙুলটা পাশেই পড়ে। বীভৎস সে দৃশ্য।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার বিকেলে সাগরপাড়ার ওই মাঠে তিনজন খেলা করছিল। সেই সময় বলের মত একটি বস্তু পড়ে থাকতে দেখে সেটি নিয়ে খেলতে যায় তারা। সেই সময় আচমকা বিস্ফোরণ হয়। ভয়ঙ্কর জখম হয় আকাশ শেখ, সামিম শেখ ও সরিফুল শেখ নামে তিন কিশোর। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে এলাকার স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়।
কিন্তু যা পরিস্থিতি ছিল তাতে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্র কোনও ঝুঁকি নেওয়ার সাহস করেনি। সোজা পাঠিয়ে দেয় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে। এদিকে ঘটনার খবর পেয়ে ততক্ষণে ওই মাঠে পৌঁছয় সাগরপাড়া থানার পুলিশ। কী ভাবে মাঠের ভিতর ওই বোমাটি এল তা খতিয়ে দেখছে তারা। একই সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে এলাকায় কোথাও বোমা মজুতের সম্ভাবনা রয়েছে কি না। কে বা কারা কী উদ্দেশ্যে এখানে এ ভাবে বোমা ফেলে রেখে গিয়েছিল তাও খতিয়ে দেখা হচ্ছে। আরও পড়ুন: কলকাতা পুরসভায় ফের দেবাঞ্জনকাণ্ডের ছায়া! নিয়োগপত্র নিয়ে হাজির প্রার্থীরাই ধরাল ‘প্রতারক’কে