Murshidabad: সকাল থেকেই বেপরোয়া বোমাবাজি-ইটবৃষ্টি, তপ্ত সুতি
Murshidabad: স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, তৃণমূলের অঞ্চল সভাপতি অসীম ও তৃণমূল নেতা বাদল শেখ ও বর্তমান যুব সভাপতির অনুগামীদের মধ্যে এলাকায় ক্ষমতা দখলের লড়াই রয়েছে। এর আগেও নানান কারণে দু'পক্ষের মধ্যে অশান্তি হয়
মুর্শিদাবাদ: সকাল থেকে তপ্ত এলাকা। চলল বেপরোয়া বোমাবাজি-ইটবৃষ্টি। উত্তপ্ত হয়ে উঠল মুর্শিদাবাদের সুতি থানার কাশিমনগর এলাকা। গুলি চালানোরও অভিযোগ ওঠে। শুক্রবার সকাল থেকে ঘটনায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়েছে এলাকা জুড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সুতি থানার বিশাল বাহিনী।। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এটা মূলত তৃণমূলেরই গোষ্ঠীদ্বন্দ্বের জের।
স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, তৃণমূলের অঞ্চল সভাপতি অসীম ও তৃণমূল নেতা বাদল শেখ ও বর্তমান যুব সভাপতির অনুগামীদের মধ্যে এলাকায় ক্ষমতা দখলের লড়াই রয়েছে। এর আগেও নানান কারণে দু’পক্ষের মধ্যে অশান্তি হয়। বৃহস্পতিবার রাত থেকে নতুন করে উত্তেজনা ছড়ায় এলাকায়। সকাল থেকেই বোমাবাজি শুরু হয়। এলাকায় গুলিও চলে। ঘটনায় গুরুতর আহত হয়েছেন বেশ কয়েকজন।
জানা গিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় বালিয়াঘাঁটি ফিডার ক্যানেলে ঘাট নিয়ে প্রথমে দু’পক্ষের বচসা হয়। তারপরেই শুরু হয় গন্ডগোল। অভিযোগ, শুক্রবার সকালে তৃণমূলের অঞ্চল সভাপতি অসীম বাড়ির ভাই বাইক চালিয়ে যাওয়ার সময় হঠাৎ তাদের উপর আক্রমণ করে তৃণমূল নেতা বাদল শেখ ও বর্তমান যুব সভাপতির অনুগামীরা। রড দিয়ে মাথা ফাটিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। কার্যত উত্তপ্ত হয়ে উঠে এলাকায়। এরপর এলাকায় শুরু হয় বোমাবাজি। চলে কয়েক রাউন্ড গুলিও। ঘটনাস্থলে রয়েছে বিশাল পুলিশ বাহিনী। এখনও থমথমে এলাকার পরিস্থিতি।
আক্রান্ত তৃণমূল নেতার বক্তব্য, “আমার সঙ্গে সেরকম কোনও গন্ডগোলও নেই। আমি বিডিও অফিস থেকে আসছিলাম, তখনই আমাকে বাইক থেকে নামিয়ে বেধড়ক মারধর করতে থাকে। এলাকায় দাদাগিরি দেখাতে চায়।” অভিযুক্তরা সকলেই পলাতক। স্থানীয় তৃণমূল নেতৃত্ব বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন।