Murshidabad Viral: পরনে ইউনিফর্ম, পিঠে ব্যাগ, হাতে পিস্তল! ক্লাসরুমে ছাত্র যা করল…
Murshidabad Viral: মঙ্গলবার পিস্তল হাতে স্কুল রুমের ভেতরে ছবি ভাইরাল হতেই রীতিমতো বিতর্ক ছড়ায়।
মুর্শিদাবাদ: পরনে স্কুল ড্রেস, পিঠে ব্যাগও। ক্লাসরুমের মাঝেই দাঁড়িয়ে ছেলেটা। হাতে পিস্তল। পোজ এমন, যেন কোনও ফটোশ্যুট হচ্ছে! সেই ছবি আবার আপলোড করা হয়েছে সামাজিক মাধ্যমেও। মুহূর্তে ভাইরাল সেই ছবি। ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। কীভাবে ওই ছাত্রের হাতে পিস্তল এল, ক্লাসরুমেই বা কীভাবে ওইরকম পোজ় দিতে পারল, কে তার ছবি তুলেছে, এই সব নিয়েই প্রশ্ন মাথাচাড়া দিয়ে উঠেছে। মুর্শিদাবাদের সামশেরগঞ্জের একটি স্কুল নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। জানা গিয়েছে, ‘রিক রায়’ নামে এক কিশোরের প্রোফাইল থেকে ওই ছবিটি সামাজিক মাধ্যমে আপলোড করা হয়েছে। ওই প্রোফাইলটি লক করা। সেভাবে কিছুই দেখা যাচ্ছে না। তবে ডিটেইলে মুর্শিদাবাদ সামশেরগঞ্জের একটি স্কুলের নাম লেখা রয়েছে। যদিও ওই স্কুল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে, তিনি কার্যত তা অস্বীকার করেছেন।
স্কুলের পক্ষ থেকে প্রধান শিক্ষক আব্দুল হাই মাসুদ রহমান বলেন, “এখনও পর্যন্ত রিক রায় নামে কোনও ছাত্র স্কুলে রয়েছে বলে আমাদের রেকর্ডে নাই। স্কুলের বিল্ডিং’এর ছবির সঙ্গেও সামঞ্জস্য নয় এই ছবি।” তাঁর আরও সংযোজন, এটা এক ধরনের খেলনা পিস্তল। সামাজিক মাধ্যমে হু হু করে ছড়িয়ে পড়েছে এই ছবি। এদিকে স্কুল কর্তৃপক্ষ অস্বীকার করায়, ধূলিয়ানের ঠিকানা লেখা এই ছবি ঘিরে রীতিমতো শোরগোল তৈরি হয়েছে। স্থানীয় প্রশাসনের নজরে এই বিষয়টি এসেছে। প্রশাসনিক কর্তারাও বিষয়টি খোঁজখবর করে দেখছেন। আদৌ এই পিস্তলটি আসল কিনা, সেটাই খতিয়ে দেখা হচ্ছে।