না বুঝেই গর্ত জলে পা দিয়েছিল শিশু, দাদুর বাড়ি বেড়াতে এসে পরিণতি হল মর্মান্তিক!

Accident: মৃত শিশুর পরিবার জানিয়েছে, কিছুদিন আগেই দাদুর বাড়িতে বেড়াতে এসেছিল একরত্তি। বুধবার সকালে নিজের মতোই খেলাধুলো করছিল সে। কিন্তু, তারপর আচমকা তাকে আর খুঁজে পাওয়া যায়নি।

না বুঝেই গর্ত জলে পা দিয়েছিল শিশু, দাদুর বাড়ি বেড়াতে এসে পরিণতি হল মর্মান্তিক!
মৃত শিশু, নিজস্ব চিত্র
Follow Us:
| Edited By: | Updated on: Aug 11, 2021 | 7:55 PM

মুর্শিদাবাদ: খেলার ছলে সর্বনাশ! দাদুর বাড়ি বেড়াতে এসে মর্মান্তিক মৃত্যু (Death) মাত্র তিন বছরের এক শিশুর। জানা গিয়েছে মৃত শিশুর নাম অখিল মণ্ডল। ঘটনাটি ঘটেছে রানিনগর থানার বামনাবাদ এলাকায়। মৃত শিশু নদিয়ার হোগলবেড়িয়া থানার সুন্দলপুর গ্রামের বাসিন্দা।

মৃত শিশুর পরিবার জানিয়েছে, কিছুদিন আগেই দাদুর বাড়িতে বেড়াতে এসেছিল একরত্তি। বুধবার সকালে নিজের মতোই খেলাধুলো করছিল সে। কিন্তু, তারপর আচমকা তাকে আর খুঁজে পাওয়া যায়নি। দীর্ঘ সময় ধরে ডেকে ডেকেও সাড়া পাননি বাড়ির লোক। পরে সন্দেহ হওয়ায় বাড়ির মধ্যেই খোঁড়া একটি জলে ভরা গর্তের মধ্যে থেকে উদ্ধার হয় শিশুর মরদেহ। বাড়িতেই কাজের জন্য একটি গর্ত খোঁড়া হয়েছিল। সেই গর্তে জলও জমানো ছিল। জলজমা সেই গর্তেই পা দিয়ে হড়কে পড়ে যায় শিশুটি। গর্তটি বেশ গভীর হওয়ায় তারমধ্যেই ডুবে যায় সে। আশেপাশে তখন পরিবারের কোনও সদস্য ছিলেন না। কেউ তাই বিশেষ খেয়ালও করেননি।

মৃত শিশুর কাকার কথায়, “বাচ্চাটা খেলছিল। কিছুদিন আগে বেড়াতে আসে। ঘরের পেছনের জমিতে বাড়ির কাজের জন্য়ই গর্ত খোঁড়া হয়েছিল। সেই গর্ত জলে ভর্তি ছিল। জমা জলে খেলতে খেলতে কখন পা দিয়ে পড়ে গিয়েছে আমরা কেউ বুঝতে পারিনি। দেখিওনি। ওঁ সাঁতারও জানত না। তাছাড়া ওইটুকু বাচ্চা ওই গর্ত থেকে বোধহয় বেরতেও পারেনি। আমরা অনেকক্ষণ বিভিন্ন জায়গায় খুঁজেছি। না পেয়ে পরে ওখানে গিয়ে খুঁজি। তখনই পাওয়া যায়।” শিশুটিকে উদ্ধার করার পর  সাগরপাড়া উপস্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত (Death) বলে  ঘোষণা করেন। ঘটনায় শোকের ছায়া এলাকায়। আরও পড়ুন: মোদী বিরোধী খিচুড়ি সরকার অনেকটা স্বপ্নের পোলাওয়ের মতো: জয়প্রকাশ