ছাদ দিয়ে ঘরে ঢুকে গৃহবধূকে ‘গণধর্ষণ’! তুলে নিয়ে যাওয়া হয় বিয়েবাড়িতেও

Murshidabad: গৃহবধূর অভিযোগ, এই ঘটনা কাউকে জানালে তাঁর সন্তান ও স্বামীকে খুন করা হবে বলেও হুমকি দেওয়া হয়।

ছাদ দিয়ে ঘরে ঢুকে গৃহবধূকে 'গণধর্ষণ'! তুলে নিয়ে যাওয়া হয় বিয়েবাড়িতেও
নিজস্ব চিত্র
Follow Us:
| Edited By: | Updated on: Aug 11, 2021 | 9:12 AM

মুর্শিদাবাদ: স্বামী কর্মসূত্রে বাইরে থাকেন। সন্তানদের নিয়ে থাকতেন তিনি। প্রতিবেশীর কাছে সে খবর ছিল। প্রতিবেশী যুবক নিজের বন্ধুকে নিয়ে ছাদ দিয়ে ওই গৃহবধূর ঘরে ঢোকে। অভিযোগ, সন্তানকে মেরে ফেলার হুমকি দিয়ে গণধর্ষণ করা হয় ওই গৃৃহবধূকে। এখানেই থামেননি। সেই একই ভয় দেখিয়ে বধূকে জোর করে তুলে নিয়ে যাওয়ারও অভিযোগ ওঠে। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য মুর্শিদাবাদের লালগোলায়।

জানা গিয়েছে, ঘটনার সূত্রপাত ১১ দিন আগে। গৃহবধূর বয়ান অনুযায়ী, প্রতিবেশী যুবক মিঠুন শেখ ও কালু শেখ ছাদ দিয়ে তাঁর বাড়িতে ঢোকে। ওইসময় বাড়িতে কেও ছিল না। গৃহবধূর ঘরে ঢুকে তাঁর প্রতিবেশী মিঠুন শেখ ভয় দেখায় ও কালু শেখ তাঁকে ধর্ষণ করে। এরপর মিঠুন অত্যাচার চালায়।

গৃহবধূর অভিযোগ, এই ঘটনা কাউকে জানালে তাঁর সন্তান ও স্বামীকে খুন করা হবে বলেও হুমকি দেওয়া হয়। এরপর থেকে আতঙ্কেই ছিলেন নির্যাতিতা। তারপর আবারও তাঁকে অভিযুক্ত কালু শেখ ও মিঠুন শেখ তিনদিন আগে হুমকি দেয়।

মিঠুন শেখের পারিবারিক অনুষ্ঠানে জোর করে নিয়ে যাওয়া হয় ওই বধূকে। এরই মধ্যে ওই স্ত্রীকে ফোন করেও পান না স্বামী। তিনি তখন তাঁর বন্ধুদের থেকে ফোনে খবর নেন। মিঠুন জোর করে তাঁর স্ত্রীকে বিয়ের অনুষ্ঠানে নিয়ে গিয়েছেন বলে খবর পান।

কলকাতা থেকে মুর্শিদাবাদে ফিরে আসেন তিনি। স্ত্রীকে উদ্ধার করে বাড়ি নিয়ে আসেন। অভিযুক্ত মিঠুনও তাঁকে গালিগালাজ করেন বলে অভিযোগ। ওই গৃহবধূর পরিবারের পক্ষ থেকে মঙ্গলবার রাতে লালগোলা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ পেয়ে ঘটনার তদন্ত শুরু করেছে লালগোলা থানার পুলিশ।

তদন্তকারীরা তদন্তের স্বার্থে বিশেষ কিছু বলতে চাননি। তবে জানিয়েছেন, অভিযোগ পেয়েছি। তা খতিয়ে দেখা হচ্ছে। এখনও পর্যন্ত মিঠুন ও কালুকে গ্রেফতার করেনি পুলিশ। আরও পড়ুন: দফায় দফায় বিক্ষোভ, ঘেরাও! অধ্যক্ষের সঙ্গে বৈঠকের পরও আরজিকরে অধরা সমাধান সূত্র