Murder Case: ‘আমি খুন করিনি’, দোষী সাব্যস্ত হওয়ার পর কেঁদে ভাসালেন সুতপার প্রাক্তন প্রেমিক
Murder Case: প্রথম থেকেই অভিযোগ ছিল সুশান্তর বিরুদ্ধে। ১৬ মাস ধরে বিচার প্রক্রিয়া চলার পর মঙ্গলবার সুশান্তকে দোষী সাব্যস্ত করা হয়।
মুর্শিদাবাদ: হাতে বন্দুক নিয়ে প্রাক্তন প্রেমিকাকে কুপিয়ে মারার অভিযোগ উঠেছিল সুশান্ত চৌধুরী নামে এক যুবকের বিরুদ্ধে। কলেজ ছাত্রী সুতপার মৃত্যুর ঘটনায় ইতিমধ্যেই তাঁকে দোষী সাব্যস্ত করা হয়েছে। ‘বিরলের মধ্যে বিরলতম’ ঘটনা বলেও উল্লেখ করেন সরকারি আইনজীবী। আজ, বুধবার আদালতে শুনানি চলাকালীন কেঁদে ভাসালেন সেই সুশান্ত। দোষী সাব্যস্ত হওয়ার পরও বারবার বলতে থাকেন ‘আমি খুন করিনি।’ বৃহস্পতিবার তাঁর সাজা ঘোষণা হবে। ২০২২ সালের মে মাসে সুতপা চৌধুরী নামে ওই কলেজ ছাত্রীকে নৃশংশভাবে খুন করা হয়। ফাস্ট ট্র্যাক কোর্টে চলছিল শুনানি।
প্রথম থেকেই অভিযোগ ছিল সুশান্তর বিরুদ্ধে। ১৬ মাস ধরে বিচার প্রক্রিয়া চলার পর মঙ্গলবার সুশান্তকে দোষী সাব্যস্ত করা হয়। চিকিৎসক, সাংবাদিক, ডিএনএ বিশেষজ্ঞদের সাক্ষ্যগ্রহণ করার পরই দোষী সাব্যস্ত করে আদালত। স্থানীয় দোকানদাররাও সাক্ষ্য দেন এই মামলায়। কারাদণ্ড না মৃত্যুদণ্ড, কী সাজা দেওয়া হবে, তা নিয়ে বুধবার সব পক্ষের মতামত শোনে আদালত।
সরকারি পক্ষের আইনজীবী ও অভিযুক্তের আইনজীবীর বক্তব্য শোনা হয় এদিন। পরে খুনে অভিযুক্ত সুশান্ত চৌধুরীর কাছেও তাঁর মতামত জানতে চান বিচারক সন্তোষ পাঠক। ‘আপনি কী চাইছেন’, জিজ্ঞেস করার পরই কান্নায় ভেঙে পড়েন ওই যুবক। বারবার বিচারক তাঁকে জিজ্ঞাসা করেন কাঁদছেন কেন? সুশান্ত বলেন, ‘আমি খুন করিনি’।