TMC in Murshidabad: ধর্ষণের অভিযোগ উঠতেই দল থেকে সাসপেন্ড তৃণমূল নেতা
TMC: সোমবার বিকেলে সাংবাদিক বৈঠক ডেকে দলের সিদ্ধান্ত কথা জানিয়ে দিলেন তৃণমূলের বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা সভানেত্রী শাওনী সিংহ রায়। তিনি জানান, বিষয়টি ইতিমধ্যেই রাজ্য নেতৃত্বকে জানানো হয়েছে এবং রাজ্য নেতৃত্বের নির্দেশেই ওই অভিযুক্ত নেতাকে দল থেকে সাসপেন্ড করা হচ্ছে।
মুর্শিদাবাদ: তৃণমূল নেতার বিরুদ্ধে মারাত্মক অভিযোগ। এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে মুর্শিদাবাদ জেলা পরিষদের এক সদস্যের বিরুদ্ধে। শুক্রবার ওই অভিযোগ ওঠে তৃণমূল নেতার বিরুদ্ধে। আর এবার ওই জেলা পরিষদ সদস্যকে অনির্দিষ্টকালের জন্য দল থেকে সাসপেন্ড করল তৃণমূল। সোমবার বিকেলে সাংবাদিক বৈঠক ডেকে দলের সিদ্ধান্ত কথা জানিয়ে দিলেন তৃণমূলের বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা সভানেত্রী শাওনী সিংহ রায়। তিনি জানান, বিষয়টি ইতিমধ্যেই রাজ্য নেতৃত্বকে জানানো হয়েছে এবং রাজ্য নেতৃত্বের নির্দেশেই ওই অভিযুক্ত নেতাকে দল থেকে সাসপেন্ড করা হচ্ছে।
যে অভিযোগ উঠে আসছে, তা অত্যন্ত দুর্ভাগ্যজনক বলেও জানালেন তৃণমূলের জেলা সভানেত্রী। বললেন, “কোনও অন্যায়কে বিগত দিনে দল ক্ষমা করেনি। আগামী দিনেও করবে না। ওই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তাঁর বিরুদ্ধে এফআইআর হয়েছে। দল এই বিষয়টিকে কোনওভাবেই সমর্থন করে না। এটা তাঁর ব্যক্তিগত বিষয়। দলের তরফে আজ থেকে তাঁকে সাসপেন্ড করা হচ্ছে। সেখানকার ব্লক সভাপতি ও দলীয় নেতৃত্বদের জানিয়ে দেওয়া হয়েছে, তিনি যেন দলের কোনও কর্মসূচিতে অংশ না নেন।”
তৃণমূলের এই পদক্ষেপের বিষয়ে বহরমপুরের বিজেপি বিধায়ক সুব্রত মৈত্রর বক্তব্য, “যে অভিযোগ উঠেছে, তা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়। একজন জেলা পরিষদের নির্বাচিত সদস্যের চরিত্র যদি এমন আকার ধারণ করে, তা সমাজের পক্ষে ভীষণ ক্ষতিকর। তবে তৃণমূলের থেকে এর থেকে বেশি আর কী আশা করব। অবশেষে, সুবুদ্ধির পরিচয় দিয়েছে জেলা পরিষদ কর্তৃপক্ষ। এই বিষয়ে তাদের সদর্থক ভূমিকার প্রশংসা করছি।”
প্রসঙ্গত, গত শুক্রবার সন্ধেয় মুর্শিদাবাদের কান্দি থানায় ওই তৃণমূল নেতার বিরুদ্ধে লিখিত অভিযোগ জানিয়েছিলেন নিগৃহীতা। সেই অভিযোগের প্রেক্ষিতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে কান্দি থানার পুলিশ।