TMC: বাম-কংগ্রেস জোট কর্মীকে হাঁসোয়ার কোপ, অভিযুক্ত TMC

TMC: মঙ্গলবার সকালে মুর্শিদাবাদের রানিনগর থানার রামনগর নতুনপাড়া এলাকার ঘটনা। সেখানকার বাসিন্দা রবিউল শেখ। তিনি নিজের সর্ষের জমিতে জল সেচের কাজে গিয়েছিলেন। সেই সময় জলের পাইপ কেটে দেওয়ার অভিযোগ ওঠে স্থানীয় তৃণমূল কর্মীদের বিরুদ্ধে।

TMC: বাম-কংগ্রেস জোট কর্মীকে হাঁসোয়ার কোপ, অভিযুক্ত TMC
আহত মহিলাImage Credit source: Tv9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Nov 07, 2023 | 6:35 PM

রানিনগর: বাম-কংগ্রেস জোটের কর্মীকে হাঁসুয়া দিয়ে কোপানোর অভিযোগ উঠল তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। ঘটনাটি মুর্শিদাবাদের রানিনগর থানার রামনগর নতুনপাড়া এলাকার। যদিও, অভিযোগ অস্বীকার করেছে শাসকদল।

মুর্শিদাবাদের রানিনগর থানার রামনগর নতুনপাড়া এলাকায় বসবাস করেন রবিউল শেখ। মঙ্গলবার সকালে তিনি নিজের সর্ষের জমিতে জল সেচের কাজে গিয়েছিলেন। সেই সময় জলের পাইপ কেটে দেওয়ার অভিযোগ ওঠে স্থানীয় তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। বাধা দিতে গেলে হাঁসুয়া দিয়ে রবিউল শেখ এবং তাঁর বোন লিলা খাতুনকে এলোপাথাড়ি কোপানোর অভিযোগ ওঠে। আহতদের চিৎকারে সেখানে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের দু’জনকে উদ্ধার করে গোধনপাড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে অবস্থার অবনতি হওয়ায় বহরমপুরে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

এই বিষয়ে স্থানীয় যুব কংগ্রেস সাধারণ সম্পাদক মাসুদ রানা জানান, “ওরা সকলে তৃণমূলের ছত্রছায়ার রয়েছে। তারাই হাঁসুয়া নিয়ে জমি দখলের চেষ্টা করেছে। শাসক দল পঞ্চায়েত সমিতির স্থায়ী সমিতি গঠনের পর থেকে জোর করে যা ইচ্ছা তা করার চেষ্টা করছে। মহিলাদের গায়েও হাত দেওয়া হচ্ছে। সেই সঙ্গে জমি দখলেরও চেষ্টা করা হয়েছে। এটা বেশিদিন থাকবে না। মানুষ রুখে দাঁড়াবে।” অপরদিকে, রানিনগর -২ ব্লকের বিরোধী দলনেতা মিজান হাসান দাবি করেন, “এটা সম্পূর্ণ পারিবারিক সমস্যা। ভাইয়ে ভাইয়ে জমি নিয়ে গণ্ডগোল। এর সঙ্গে তৃণমূল কর্মীরা জড়িত নয়। জোর করে এই ঘটনার সঙ্গে তৃণমূলকে জড়ানোর চেষ্টা করা হচ্ছে। আমি চাই পুলিশ নিরপেক্ষ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুক।”