Murshidabad: পাহাড় থেকে আসছিল গাড়ি, হুবহু মিলে গেল পুলিশের গোপন সূত্রের খবর

Murshidabad: পুলিশ সূত্রে খবর, ধৃত দুই যুবকের নাম শেষতাপ রায় ও সঞ্জিত সিং। উত্তরবঙ্গের বাসিন্দা। বাড়ি দার্জিলিংয়ের প্রধান নগর থানা এলাকায়। ধৃতদের জেরা করে পুলিশ জানতে পেরেছে শিলিগুড়ি থেকে তোলা হয়েছিল এই বিপুল গাঁজা।

Murshidabad: পাহাড় থেকে আসছিল গাড়ি, হুবহু মিলে গেল পুলিশের গোপন সূত্রের খবর
প্রতীকী ছবি Image Credit source: Facebook
Follow Us:
| Edited By: | Updated on: Nov 08, 2023 | 3:33 PM

সাগরদিঘি: ফের বিপুল গাঁজা উদ্ধার। এবার সাগরদিঘি। বিগত কয়েক মাসে রাজ্যের নানা প্রান্তে লাগাতার কেজি কেজি গাঁজা উদ্ধার হয়েছে। এবার গোপন সূত্রে খবর প্রায় ৬১ কেজি গাঁজা-সহ দুই ব্যক্তিকে গ্রেফতার করল সাগরদিঘি থানার পুলিশ। গাঁজা পাচার যে হচ্ছে বুধবার সন্ধ্যায় গোপন সূত্রে সেই খবর আসে পুলিষের কাছে। এরপরই পুলিশের একটি দল সোজা চলে যায় মোরগ্রামের কাছে ৩৪ নং জাতীয় সড়কে। শুরু হয় তল্লাশি। একের পর এক গাড়ি আটকে চলে গাঁজার খোঁজ। 

একটি গাড়ির গতিবিধি দেখে সন্দেহ হয় পুলিশের। জোর দেওয়া হয় তল্লাশিতে। তখনই সেই গাড়ি থেকে বিপুল গাঁজা উদ্ধার করে পুলিশ। ওজন করে দেখা যায় তা প্রায় ৬১ কেজিরও বেশি। নিষিদ্ধ বাজারে যার মূল্য প্রায় কয়েক লক্ষ টাকা। গাড়িতে থাকা দুই যুবককে গ্রেফতার করে পুলিশ। বাজেয়াপ্ত করা হয় গাড়িটিকে। 

পুলিশ সূত্রে খবর, ধৃত  দুই যুবকের নাম শেষতাপ রায় ও সঞ্জিত সিং। উত্তরবঙ্গের বাসিন্দা। বাড়ি দার্জিলিংয়ের প্রধান নগর থানা এলাকায়। ধৃতদের জেরা করে পুলিশ জানতে পেরেছে শিলিগুড়ি থেকে তোলা হয়েছিল এই বিপুল গাঁজা। সেখান থেকেই আসছিল বহরমপুরের উদ্দেশ্যে। কিন্তু, তাঁদের এই গাঁডা পাচারের খবর কোনওভাবে পৌঁছে যায় পুলিশের কাছে। এদিন ধৃতদের জঙ্গিপুর মহকুমা আদালতে তোলা হচ্ছে। ধৃতদের ১০ দিনের পুলিশ হেফাজত চাইতে চলছে পুলিশ।