Fake Cosmetic: খালি চোখে দেখে ভুল করবেনই! এই শীতে নামী ব্র্যান্ডের তেল কিনে বিপদ ডেকে আনলেন না তো?
Fake Cosmetic: বুধবার রাত্রে গোপন সূত্রে খবর পেয়ে গোডাউনে হানা দিয়ে ওই নকল সামগ্রী উদ্ধার করে। পুলিশের প্রাথমিক অনুমান, এর পিছনে একটা বড় র্যাকেট সক্রিয়। সামসেরগঞ্জের ভিতরে একটি কারখানাও রয়েছে
মুর্শিদাবাদ: অভিযোগ দীর্ঘদিন ধরেই আসছিল। এলাকার বেশ কয়েকটি দোকানে তল্লাশিও চলে। দেখতে অবিকল আসলের মতো। একই রকমের ব্যানার, রং, লেখার ফ্রন্টও এক। বিভিন্ন নামীদামি কোম্পানির জাল ‘এসেন্সসিয়ালস্’। মুর্শিদাবাদে জাল টিকিটের এবার জাল প্রসাধনী সামগ্রী উদ্ধার। বিপুল পরিমাণ নকল হেয়ার ওয়েল বডি, ওয়েল সাবান-সহ অন্যান্য সামগ্রী উদ্ধার হয়েছে। গ্রেফতার করা হয়েছে এক ব্যক্তিকে। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম ওয়াকার ইউনুস। ধৃত ব্যক্তির বাড়ি সামশেরগঞ্জ থানার কোহেতপুর এলাকায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বেশ কয়েক মাস ধরেই প্রত্যন্ত এলাকায় একটি র্যাকেট সক্রিয় হয়ে উঠেছে। অবিকল নামী কোম্পানির সামগ্রীর মতো জিনিস নকল করা হচ্ছে। একই ফ্রন্টে লেখা স্টিকারও লাগানো হচ্ছে। পুলিশ কাছে বেশ কয়েকটি অভিযোগ জমা পড়েছিল। সেই মতো পুলিশও ওঁত পেতেছিল।
বুধবার রাত্রে গোপন সূত্রে খবর পেয়ে গোডাউনে হানা দিয়ে ওই নকল সামগ্রী উদ্ধার করে। পুলিশের প্রাথমিক অনুমান, এর পিছনে একটা বড় র্যাকেট সক্রিয়। সামসেরগঞ্জের ভিতরে একটি কারখানাও রয়েছে। যেখানে জাল কসমেটিক তৈরি করা হয়। ধৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। তার কাছ থেকে এই চক্রের সঙ্গে জড়িত বাকিদের নাম জানার চেষ্টা করছে পুলিশ। ধৃত ব্যক্তিকে বৃহস্পতিবার জঙ্গিপুর আদালতে তোলা হবে। তাঁকে ১০দিনের পুলিশ হেফাজত চাইবে পুলিশ।
বিশেষজ্ঞরা বলছেন, এই নকল তেল, সাবান অত্যন্ত নিম্ন মানের জিনিস দিয়ে তৈরি হচ্ছে। তাতে নামী কোম্পানির স্টিকার লাগিয়ে দেওয়া হচ্ছে। তাতে সাধারণ মানুষের দেখে বোঝার কোনও উপায় নেই। এই ধরনের তেল, সাবান ব্যবহার করলে চুল, স্কিনের মারাত্মক ক্ষতি হতে পারে বলেও বলছেন ডার্মেটোলজিস্ট।