Murshidabad: বিবাহ বহির্ভূত সম্পর্ক, স্ত্রীর গলার নলি ‘কাটলেন’ স্বামী!

Murshidabad: দ্বিতীয়বার সম্পর্ক শুরু হওয়ার পর থেকেই প্রথম পক্ষের স্ত্রীর সঙ্গে অশান্তি শুরু হয় জিয়াউলের।  প্রতিবেশীরা জানাচ্ছেন, নিত্য দুজনের মধ্যে অশান্তি হত। মাঝেমধ্যে প্রতিবেশীরাও তাঁদের ঝামেলা থামিয়ে দিতেন। 

Murshidabad: বিবাহ বহির্ভূত সম্পর্ক, স্ত্রীর গলার নলি 'কাটলেন' স্বামী!
প্রতীকী ছবি Image Credit source: Facebook
Follow Us:
| Edited By: | Updated on: Nov 09, 2023 | 5:23 PM

মুর্শিদাবাদ: বিবাহ বহির্ভূত সম্পর্কের জের। প্রথম পক্ষের স্ত্রীকে গলা কেটে খুনের চেষ্টার অভিযোগ। মুর্শিদাবাদের সামসেরগঞ্জের ঘটনা। জানা গিয়েছে, প্রায় ১৮ বছর আগে ফরাক্কার শংকরপুর গ্রামের যুবতী চামেলি খাতুনের বিয়ে হয় সামসেরগঞ্জের তালতলা সিকদারপুর গ্রামের যুবক জিয়াউল শেখের সঙ্গে। তাঁদের দুই সন্তান রয়েছে। প্রায় ১৮ বছর দাম্পত্য জীবন ঠিকভাবে চলার পর আবার একটি বিয়ে করেন ওই যুবক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে,  দ্বিতীয়বার সম্পর্ক শুরু হওয়ার পর থেকেই প্রথম পক্ষের স্ত্রীর সঙ্গে অশান্তি শুরু হয় জিয়াউলের।  প্রতিবেশীরা জানাচ্ছেন, নিত্য দুজনের মধ্যে অশান্তি হত। মাঝেমধ্যে প্রতিবেশীরাও তাঁদের ঝামেলা থামিয়ে দিতেন।  বৃহস্পতিবারও তাঁদের বাড়ি থেকে চিৎকার চেঁচামেচির শব্দ শুনতে পেয়েছিলেন প্রতিবেশীরা। তারপর তাঁরা জানান, একটা সময়ে সব চুপও হয়ে যায়।

পরে বাড়ির ভিতর থেকে ওই গৃহবধূর গোঙানির শব্দ শুনতে পান তাঁরা। ঘরে ঝুকে দেখেন মহিলা ঘরের মধ্যে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন। তাঁর গলায় গভীর ক্ষত। স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে নিয়ে তাঁকে হাসপাতালে যান। চিকিৎসকরা জানিয়েছেন তাঁর অবস্থা আশঙ্কাজনক।  ইতিমধ্যেই ওই গৃহবধূর পরিবারের লোকজন সামসেরগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন। ধৃত জিয়াউল শেখকে গ্রেফতার করেছে পুলিশ। পুর বিষয়টি তদন্ত করে দেখছে সামসেরগঞ্জ থানার পুলিশ।