Murshidabad Cooperative society Vote: গুলি, বোমাবাজিতে উত্তপ্ত সমবায় নির্বাচনে জয়ী তৃণমূল

Murshidabad Cooperative society Vote : বাম ও কংগ্রেসের অভিযোগ, শাসকদলের ব্লক সভাপতির ঘনিষ্ঠরা এলাকায় বোমাবাজি করেছে। ব্লক সভাপতির অনুগামীরাই নির্বাচনে অংশ নেন।

Murshidabad Cooperative society Vote: গুলি, বোমাবাজিতে উত্তপ্ত সমবায় নির্বাচনে জয়ী তৃণমূল
Follow Us:
| Edited By: | Updated on: Dec 30, 2022 | 12:05 AM

মুর্শিদাবাদ: সমবায় নির্বাচনে (Election) ঘিরে ছড়িয়েছিল উত্তেজনা। চলেছিল গুলি। বোমাবাজিরও অভিযোগ উঠে। শেষপর্যন্ত মুর্শিদাবাদের নওদা চাঁদপুর সমবায় নির্বাচনে জয়ী হলেন তৃণমূলের (Trinamool Congress) নয় প্রার্থী। হারলেন বাম-কংগ্রেস জোটের প্রার্থীরা।

নওদায় সমবায় সমিতির ভোটকে কেন্দ্র করে বৃহস্পতিবার সকাল থেকে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। ভোট চলাকালীন শাসকদলের সঙ্গে সংঘর্ষ বাধে কংগ্রেস ও সিপিএম কর্মী-সমর্থকদের। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ,তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদের সঙ্গে বিবাদে বাধে বাম কর্মী সমর্থকদের। বচসা থেকে হাতাহাতি বাধে। এরপরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ব্যাপক বোমাবাজি হয়। শূন্যে গুলি চালানোরও অভিযোগ ওঠে।   

বাম ও কংগ্রেসের অভিযোগ, শাসকদলের ব্লক সভাপতির ঘনিষ্ঠরা এলাকায় বোমাবাজি করেছে। ব্লক সভাপতির অনুগামীরাই নির্বাচনে অংশ নেন। তাদের আরও অভিযোগ, পুলিশের মদতেই এসব হচ্ছে। এলাকায় গুলির খোল পড়ে থাকতে দেখা গিয়েছে। শাসকদলকে আক্রমণ করে বামেদের বক্তব্য, “সমবায় সমিতির ভোটেও এভাবে বোমা-গুলি চালাচ্ছে। শাসকদল গুন্ডাবাহিনী নামিয়ে দিয়েছে। বিরোধীদের এজেন্ট, প্রার্থীদের মারধর করা হয়েছে। যে টেন্টে বসে ভোটের তদারকি করার কথা ছিল বিরোধীদের, সেখানেও তাণ্ডব চালানো হয়েছে। ভোটারদেরও ভোটদানে বাধা দেওয়া হয়েছে।” ৯ আসনের এই সমবায় সমিতিতে তৃণমূলের প্রার্থী ছিলেন ১০ জন। আর বাম-কংগ্রেস মিলিয়ে ৯ জন প্রার্থী দাঁড়িয়েছিলেন। সবগুলি আসনে তৃণমূল প্রার্থীরাই জয়ী হন। বাম-কংগ্রেসের অভিযোগ, সন্ত্রাস করে জিতেছে শাসকদল। তবে বিরোধীদের অভিযোগকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল।