Murshidabad: বাইক থামিয়ে তৃণমূল কাউন্সিলরকে বেধড়ক মার, আশঙ্কাজনক অবস্থায় ভর্তি মুর্শিদাবাদ মেডিক্যালে
Murshidabad: গুরুতর জখম অবস্থায় ওই তৃণমূল নেতাকে উদ্ধার করে প্রথমে জঙ্গিপুর হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু, সেখানে অবস্থার অবনতি হওয়ায় তাঁকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে।
জঙ্গিপুর: জঙ্গিপুর টাউন তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) সভাপতি তথা জঙ্গিপুর পৌরসভার এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ফিরোজ শেখের উপর অতর্কিতে আক্রমণ দুস্কৃতীদের। প্রাণে মেরে ফেলার চেষ্টার অভিযোগ। বাইক আটকে চলল বেধড়ক মারধর। ঘটনায় ব্যাপক উত্তেজনা জঙ্গিপুরে। সূত্রের খবর, শুক্রবার বিকালে পৌরসভায় এসেছিলেন ফিরোজ। সেখান থেকে ফেরার পথে রাস্তায় তাঁর গাড়ি আটকানো হয় বলে অভিযোগ। কিছু বুঝে ওঠার আগেই শুরু বেধড়ক মারধর। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় জঙ্গিপুর পৌর এলাকায়।
গুরুতর জখম অবস্থায় ওই তৃণমূল নেতাকে উদ্ধার করে প্রথমে জঙ্গিপুর হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু, সেখানে অবস্থার অবনতি হওয়ায় তাঁকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। কিন্তু, কী কারণে ফিরোজের উপর আক্রমণ হল তা নিয়ে রয়েছে। কারা হামলা করল সে বিষয়েও নিশ্চিতভাবে কিছু জানা যায়নি। কাউকে ধরেনি পুলিশ।
খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছে রঘুনাথগঞ্জ থানার পুলিশ। শুরু হয়েছে তদন্ত। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এলাকার বাসিন্দাদের। ঘটনায় এলাকার রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। এলাকাতেও ব্যাপাক চাঞ্চল্য। চলছে পুলিশি টহল। এলাকার বাসিন্দাদের চোখেমুখেও স্পষ্ট আতঙ্কের ছাপ। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও উঠছে। ঘটনায় জঙ্গিপুর পৌরসভার ভাইস চেয়ারম্যান বলছেন, “রাস্তাতেই ফিরোজদাকে ১২-১৩ জন ঘিরে ধরে। বাঁশ দিয়ে বেধড়ক মারা হয়েছে। ওর অবস্থা খুব একটা ভাল নয়। কেন, কারা মেরেছে আমরা এখনও বুঝতে পারছি না। যেই মারুক, তাঁদের কঠোর শাস্তির দাবি জানাচ্ছি। প্রশাসনকে জানিয়েছি, দলকেও জানাব। অভিষেক, মমতার কাছেও যাব।”