Murshidabad: ‘দিদিকে চুল ধরে মাটিতে ফেলে মারল’, নার্সকে মারধরে ফুঁসে উঠলেন সহকর্মীরা
Murshidabad: নার্সের উপর আক্রমণের ঘটনায় রোগীর এক আত্মীয়কে আটক করা হয়েছে।
মুর্শিদাবাদ: কর্তব্যরত এক নার্সকে মাটিতে ফেলে মারধরের অভিযোগ উঠল মুর্শিদাবাদের (Murshidabad) সামশেরগঞ্জের অনুপনগর ব্লক প্রাথমিক হাসপাতালে। এই ঘটনার পরই নিরাপত্তার দাবিতে সরব হয়েছেন হাসপাতালে কর্মরত চার নার্সিং কর্মী। তাঁদের বক্তব্য, নিরাপত্তা সুরক্ষিত না করা হলে কর্মবিরতির ডাক দেবেন তাঁরা। বৃহস্পতিবার ঘটনাটি ঘটে। ঘটনায় গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ওই নার্সিং স্টাফ। আক্রান্ত ওই নার্সের নাম শম্পা সাউ। বৃহস্পতিবার সন্ধ্যায় বিএমওএইচ-এর সঙ্গে সাক্ষাৎ করে এই দাবি জানান তাঁরা। হাসপাতালে কর্তব্যরত অবস্থায় নার্সকে মারধরের ঘটনা নিয়ে সামসেরগঞ্জ থানার দ্বারস্থ হয়েছেন বিএমওএইচ তারেক হোসেন। কড়া ব্যবস্থা নেওয়ারও আশ্বাস দিয়েছেন বিএমওএইচ। এদিকে নার্সের উপর আক্রমণের ঘটনায় রোগীর এক আত্মীয়কে আটক করা হয়েছে।
এই ঘটনায় নার্সিং কর্মী দীপা চৌধুরী বলেন, “যখনই প্রসূতিরা প্রসবের জন্য হাসপাতালে আসেন, আমরা মায়েদের সবসময় বলি হাঁটতে। তাতে শিশু নেমে আসে। ওই প্রসূতিকেও যে দিদি ডিউটিতে ছিলেন, তিনিও তাই বলেন। এই নিয়েই কথা কাটাকাটি। দিদিকে ফেলে মারা হয়। চুলের মুঠি ধরে এলোপাথাড়িভাবে মেরেছে। আমি বিএমওএইচের কাছে বললাম, আজ দিদিকে মেরেছে, কাল আমাদের মারবে। আমাদের নিরাপত্তা কোথায়?”
এ প্রসঙ্গে বিএমওএইচ তারেক হোসেন বলেন, “অপ্রীতিকর ঘটনা ঘটে গিয়েছে। এটা ঘটা উচিত ছিল না। আমরা থানাতেও জানিয়েছি। এভাবে একজন সিভিক থাকেন, তা বাড়ানো হোক। আর হাসপাতালের নিয়ম, একজন রোগীর সঙ্গে একজনই বাড়ির লোক থাকবেন। কিন্তু এখানে তা মানা হয় না। কিন্তু এদিন যা হল, তাতে তো ভাবতে হবে। শুক্রবারের মধ্যেই যতটা নিরাপত্তা ব্যবস্থা করা যায় করব।”