CBI: বড়ঞার তৃণমূল বিধায়কের বাড়িতে সিবিআই, বাইরে মোতায়েন কেন্দ্রীয় বাহিনী
Murshidabad: শুক্রবার দুপুরে কেন্দ্রীয় তদন্তকারী দলের একটি গাড়ি বিধায়কের বাড়িতে প্রবেশ করতেই বিধায়কের বাড়ির মূল দরজা ভিতর থেকে বন্ধ করে দেওয়া হয়।
মুর্শিদাবাদ: বড়ঞার তৃণমূল বিধায়কের বাড়িতে সিবিআই (CBI) হানা। সূত্রের খবর, শুক্রবার বেলা ১টা নাগাদ বড়ঞা বিধানসভার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার কান্দির বাড়িতে হানা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার একটি দল। তবে কী কারণে তারা যায়, তা এখনও স্পষ্ট নয়। শুক্রবার দুপুরে কেন্দ্রীয় তদন্তকারী দলের একটি গাড়ি বিধায়কের বাড়িতে প্রবেশ করতেই বিধায়কের বাড়ির মূল দরজা ভিতর থেকে বন্ধ করে দেওয়া হয়। বিধায়কের বাড়ির সামনে মোতায়েন করা হয় কেন্দ্রীয় বাহিনী। এই মুহূর্তে তিনটি মামলার তদন্ত করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। নিয়োগ দুর্নীতির পাশাপাশি তদন্ত চলছে গরু ও কয়লা পাচার মামলারও। কী কারণে তৃণমূল বিধায়কের বাড়িতে অভিযান তা এখনও স্পষ্ট নয়।
তবে বিশেষ সূত্রে খবর, নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলার তদন্তে এই অভিযান। সূত্রের খবর, কুন্তল ঘোষের সূত্র ধরে এক এজেন্টের খোঁজ পায় তদন্তকারীরা। সেই রেশ ধরেই জীবনকৃষ্ণ সাহার বাড়িতে যায় তারা। সূত্রের খবর, বিধায়কের বাড়ির পাশাপাশি অফিসেও হানা দেয় সিবিআই।