West Bengal Panchayat Elections 2023: ভোট চলাকালীনই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ প্রার্থীদের

West Bengal Panchayat Elections 2023: কিন্তু দল তো ভরসা করে টিকিট দিয়েছিল। তারপরও কেন দলবদল? তাও আবার ভোটের মাঝেই। ২৪ নম্বর বুথের প্রার্থী দেবাশিস মণ্ডলের বক্তব্য, "বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে উন্নয়ন হচ্ছে। তাকে সামনে রেখেই দিদির পক্ষেই সব ভোট হচ্ছে।"

West Bengal Panchayat Elections 2023: ভোট চলাকালীনই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ প্রার্থীদের
বিজেপি থেকে তৃণমূলে যোগImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Jul 10, 2023 | 5:18 PM

মুর্শিদাবাদ: বাংলার পঞ্চায়েত মহারণ শেষ হয়নি। সোমবার পুনর্নির্বাচন হচ্ছে রাজ্যের একাধিক বুথে। কিন্তু তার মধ্যেই দলবদল! ভোট চলাকালীনই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন একাধিক ব্যক্তি। ঘটনাটি মুর্শিদাবাদের বেলডাঙায়। বেলডাঙার ২ নম্বর ব্লকে পঞ্চায়েত নির্বাচনের দিন একাধিক জায়গায় হিংসার অভিযোগ ওঠে। কোথাও ব্যালট পেপার ছিনতাই, কোথাও আবার ব্যালট পেপার পুড়িয়ে দেওয়ার অভিযোগ ওঠে। ভোটারদের ভোটদানে বাধা দিতে একাধিক এলাকায় হয় ব্যাপক বোমাবাজি। সেই মুর্শিদাবাদের একাধিক বুথে পুনর্নির্বাচনের সিদ্ধান্ত নেওয়া হয়।

সোমবার পুনর্নির্বাচনের দিনেই ভোট চলাকালীন, কাশীপুর গ্রাম পঞ্চায়েতের ঝিকরা গ্রামের বিরোধী বিজেপির চার জন গ্রাম পঞ্চায়েতের প্রার্থী বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেন। তৃণমূলের ব্লক সভাপতি আতাউড় রহমানের হাত ধরে যোগদান করেন। ২৪ নম্বর বুথের দেবাশিস মণ্ডল, ২৩ নম্বর বুথের সীমা হাজরা, ২৫ নম্বর বুথের রাকেশ মণ্ডল, ২২ নম্বর বুথের সাধন বিশ্বাস-ছাড়াও একজন পঞ্চায়েত সমিতির প্রার্থী, ৪ নম্বর প্রার্থী সুজন হাজরা যোগদান করেন।

কিন্তু দল তো ভরসা করে টিকিট দিয়েছিল। তারপরও কেন দলবদল? তাও আবার ভোটের মাঝেই। ২৪ নম্বর বুথের প্রার্থী দেবাশিস মণ্ডলের বক্তব্য, “বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে উন্নয়ন হচ্ছে। তাকে সামনে রেখেই দিদির পক্ষেই সব ভোট হচ্ছে। আমাদের পঞ্চায়েতের ২৫ জনের মতো প্রার্থী। বেশিরভাগই তৃণমূলের পক্ষে যাবে। পুনর্নির্বাচন হচ্ছে। আমরা এখানে থাকলে কাজ করতে পারব না। পিছিয়ে পড়ব। জেলা পরিষদের প্রার্থীদের সঙ্গে আগে থেকেই যোগাযোগ ছিল।” তবে কোনওরকমের ভয় দেখানো হয়নি বলেই দাবি করেছেন তিনি।

স্থানীয় তৃণমূল নেতৃত্বের বক্তব্য, “বিজেপির যারা সমর্থক ছিলেন, তাঁরাই আবার প্রার্থীদের কাছে আবেদন রেখেছিলেন, যাতে তাঁরা মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নেই সামিল হন। তাই সেই সাধারণ মানুষের আবেদনকে সাড়া দিয়েই তাঁরা তৃণমূলে যোগ দিলেন।”

নির্বাচন চলাকালীনই এই ভাবে বিজেপি প্রার্থীদের যোগদানের বিষয়ে রাজনৈতিক মহলে চাঞ্চল্য তৈরি হয়েছে।

সোমবার ১৯টি জেলার ৬৯৬টি বুথে পুনর্নির্বাচন হচ্ছে। পুনর্নির্বাচনের আগের রাতেও রানিনগরে প্রাণ গিয়েছে এক তৃণমূল কংগ্রেস কর্মীর। শনিবার পঞ্চায়েত নির্বাচনের দিন ভোট দিয়ে ফেরার সময়ই আক্রান্ত হয়েছিলেন। তারপর থেকে হাসপাতালেই ভর্তি ছিলেন তিনি। রবিবার মাঝরাতে হাসপাতালে তাঁর মৃত্যু হয়েছে। সিজারুল শেখ নামে নিহত ওই তৃণমূল কর্মীর পরিবারের অভিযোগ, কংগ্রেস কর্মীরাই এই খুনের সঙ্গে জড়িত। ইতিমধ্যেই মুর্শিদাবাদের একাধিক সন্ত্রাসের অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী।