Krishnanagar: বিজেপিতে কৃষ্ণনগরের রানি মা, মহুয়ার পাড়ায় খেলা ঘুরিয়ে দিলেন শুভেন্দু

BJP: বুধবার নদিয়ার কৃষ্ণনগরে বিজেপির লোকসভা নির্বাচনী কার্যালয়ে শুভেন্দু অধিকারীর হাত ধরে পদ্ম শিবিরে যোগদান করেন কৃষ্ণনগরের রাজ-বধূ। গত কয়েকদিন ধরেই জল্পনা চলছিল, রানি-মার বিজেপিতে যোগদান ঘিরে। অবশেষে আজ সেই জল্পনাই সত্যি হল। তাহলে কি এবার মহুয়ার বিরুদ্ধে কাঁটায় কাঁটায় টক্কর দেওয়ার জন্য কৃষ্ণনগরের রানি-মা'কেই বেছে নিতে চলেছে বিজেপি?

Krishnanagar: বিজেপিতে কৃষ্ণনগরের রানি মা, মহুয়ার পাড়ায় খেলা ঘুরিয়ে দিলেন শুভেন্দু
বিজেপিতে যোগ দিলেন কৃষ্ণনগরের রানি মা, চাপে কি ফেলতে পারবেন মহুয়াকে?Image Credit source: Facebook
Follow Us:
| Edited By: | Updated on: Mar 20, 2024 | 11:29 PM

কৃষ্ণনগর: ভোটের মুখে আরও এক বড় চমক বিজেপির। গত কয়েকদিন ধরে চলতে থাকা জল্পনার মাঝেই এবার বিজেপিতে যোগ দিলেন কৃষ্ণনগরের রানি মা অমৃতা রায়। বুধবার নদিয়ার কৃষ্ণনগরে বিজেপির লোকসভা নির্বাচনী কার্যালয়ে শুভেন্দু অধিকারীর হাত ধরে পদ্ম শিবিরে যোগদান করেন কৃষ্ণনগরের রাজ-বধূ। গত কয়েকদিন ধরেই জল্পনা চলছিল, রানি-মার বিজেপিতে যোগদান ঘিরে। অবশেষে আজ সেই জল্পনাই সত্যি হল। তাহলে কি এবার মহুয়ার বিরুদ্ধে কাঁটায় কাঁটায় টক্কর দেওয়ার জন্য কৃষ্ণনগরের রানি-মা’কেই বেছে নিতে চলেছে বিজেপি?

Krishnanagar Rani Ma

শুভেন্দুর হাত ধরে বিজেপিতে কৃষ্ণনগরের রানি মা

পদ্ম শিবিরে যোগদান করেই অবশ্য রানি মা অমৃতা রায় জানিয়ে দিলেন, ‘আমার পাশে সবাই থাকুন, আমাকে সাপোর্ট করুন। আমি নিশ্চয়ই জিতে ফিরব’। যদিও কৃষ্ণনগর থেকে এখনও আনুষ্ঠানিকভাবে কোনও প্রার্থীর নাম ঘোষণা করেনি বিজেপির শীর্ষ নেতৃত্ব। শুভেন্দুর হাত ধরে বিজেপিতে যোগদান করেই যথেষ্ট আত্মপ্রত্যয়ী কৃষ্ণনগরের রানি মা। বললেন, ‘আমি রাজনীতির লোক নই। কিন্তু আমি নিজের ১০০০ শতাংশ দিয়ে চেষ্টা করব, যাতে সমাজ ভাল থাকে। যাঁরা বঞ্চিত, তাঁদের যেন মঙ্গল হয়, যাতে তাঁরা আর বঞ্চিত না থাকেন।’

তাহলে কি কৃষ্ণনগর থেকে লোকসভা ভোটে রানি মাকেই প্রার্থী করা হতে পারে? এদিন সন্ধেয় শুভেন্দুর হাত ধরে বিজেপিতে যোগদান এবং তারপরই রানি মা’র মুখে জয়ের বিষয়ে যে আত্মপ্রত্যয় শোনা গেল, তাতে সেই জল্পনা আরও কিছুটা বাড়ল বলেই মনে করছে রাজনৈতিক মহল। তবে কৃষ্ণনগরের মাটিতে রাজ পরিবারের সদস্য রানি মা অমৃতা রায়ের বিজেপিতে যোগদান ভোটের মুখে পদ্ম শিবিরের শক্তি আরও বাড়াল বলেই মত রাজনৈতিক বিশ্লেষকদের।