Nadia Murder: রোমহর্ষক! ভোরের আলোয় বাবাকে কোপানোর অভিযোগ ছেলের বিরুদ্ধে, বাঁচাতে গিয়ে আক্রান্ত সৎ মা
Nadia Murder: মৃত ব্যক্তি ইন্দ্র দেবনাথ পেশায় দিনমজুর। যেদিন যেমন কাজ পান, সেদিন তাতেই দিনের রোজকার করে নেন। অভাবী সংসার হলেও ইন্দ্র সাংসারিক ছিল বলেই দাবি প্রতিবেশীদের।
নদিয়া: পারিবারিক বিবাদের জের। ধারালো অস্ত্র দিয়ে ভোর রাতে বাবাকে কুপিয়ে খুনের অভিযোগ ছেলের বিরুদ্ধে। স্বামীকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হন সৎ মা’ও। সোমবার রোমহর্ষক ঘটনাটি ঘটেছে নবদ্বীপে। তদন্ত নেমে ইতিমধ্যেই অভিযুক্ত ছেলে বাপন হালদারকে গ্রেফতার করেছে পুলিশ। খুঁজের কারণ কী তা জানতে ধৃতকে জেরা করছেন তদন্তকারীরা।
মৃত ব্যক্তি ইন্দ্র দেবনাথ পেশায় দিনমজুর। যেদিন যেমন কাজ পান, সেদিন তাতেই দিনের রোজকার করে নেন। অভাবী সংসার হলেও ইন্দ্র সাংসারিক ছিল বলেই দাবি প্রতিবেশীদের। প্রথম পক্ষের সন্তান এবং দ্বিতীয় পক্ষের স্ত্রীকে নিয়ে নবদ্বীপের চন্দ্র কলোনী এলাকায় থাকতেন। অভিযোগ, সোমবার ভোরে হঠাৎই সেই ছেলে ধারালো অস্ত্র নিয়ে বাবার উপর চড়াও হয়। একাধিক কোপে নিষ্প্রাণ করে দেন বাবার শরীর। স্বামীকে বাঁচাতে গিয়ে জখম হন স্ত্রী সীমা হালদারও। তার হাতেও ধারালো অস্ত্রের কোপ মারা হয়।
মৃতের দাদা বাবু দেবনাথ বলেন, ‘গোটা ঘটনাটি মা ছেলের ষড়যন্ত্র। পরিকল্পনামাফিক দুজনে ফোন করেছে। এর আগেও ইন্দ্রকে হুমকি দেওয়া হয়েছিল তোমাকে মেরে ফেলা হবে বলে। আমরা এই শাস্তি চাই।’ সীমা হালদার বলেন, ‘আমি খুন করিনি। সকালবেলা হঠাৎ দেখি ছেলে অস্ত্র নিয়ে বাবার উপর চড়াও হয়েছে। আমি বাঁচাতে গেলে আমাকেও আক্রমণ করে। মাথা লক্ষ্য করে অস্ত্র চালায়। হাত দিয়ে আড়াল করায় আমার হাতে কোপ মারে ছেলে।’
অন্যদিকে, এই ঘটনার খবর স্থানীয় নবদ্বীপ থানায়। পুলিশ ঘটনাস্থলে এসে রক্তাক্ত অবস্থায় ইন্দ্রকে উদ্ধার করে। এরপর থেকে নিয়ে যাওয়া হয় নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে। কিন্তু কর্তব্যরত চিকিৎসকরা সেখানে থাকে মৃত বলে ঘোষণা করেন। তারপরেই অভিযুক্ত ছেলেকে গ্রেফতার করে পুলিশ। আপাতত তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।