Nadia Murder: হাত-পা বেঁধে পিটিয়ে খুন যুবককে, গ্রেফতার ৩
Nadia: শনিবারের ঘটনা। পুলিশ সূত্রে খবর, মৃতের নাম লিটন বিশ্বাস ওরফে গদাই। তাঁর বাড়ি তেহট্ট থানার মোবারকপুর পূর্ব পাড়া এলাকায়।
নদিয়া: এক ব্যক্তিকে হাত-পা বেঁধে পিটিয়ে খুনের অভিযোগ উঠল। রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে পুলিশ। গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়াল নদিয়ায়।
শনিবারের ঘটনা। পুলিশ সূত্রে খবর, মৃতের নাম লিটন বিশ্বাস ওরফে গদাই। তাঁর বাড়ি তেহট্ট থানার মোবারকপুর পূর্ব পাড়া এলাকায়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এই যুবক ছোট থেকে সাইকেল চুরির সঙ্গে যুক্ত। বর্তমানে চুরি হওয়া পুরনো সাইকেল বিক্রি না হওয়ায় মাঠ থেকে কলা সহ বিভিন্ন সামগ্রী চুরি করতে যায়।
বিগত দিনে একাধিকবার গ্রেফতার হয়েছে সে। অভিযোগ, তারপরও শুধরায়নি। জেল থেকে বেরিয়ে আবারও পুরনো পেশায় নেমে পড়ত অভিযুক্ত। তবে কিছুটা ভারসাম্যহীন ছিল বলে জানা গিয়েছে। এলাকার মানুষের কাছে সে ‘গদাই চোর’ হিসাবে পরিচিত ছিল।
এরপর রবিবার সকালে লোকালয়ের মধ্যে একটি ক্লাব ঘরের দরজা গ্রিলের সঙ্গে হাত-পা বাঁধা অবস্থায় স্থানীয় মানুষজন দেখতে পান তারে।তবে এইভাবে তাকে নৃশংস খুন করা হয়েছে সেটা মেনে নিতে পারছে না এলাকার মানুষ। খবর পেয়ে দেহটি উদ্ধার করে নিয়ে যায় তেহট্ট থানার পুলিশ। এই ঘটনার তদন্ত শুরু করে এই পর্যন্ত তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। এই বিষয় মৃতের আত্মীয় বলেন, ‘ঘাটের থেকে এসেছে। আসার পর খাবার তৈরি ছিল। ওর আজকে যাওয়ার কথা ছিল কাজে। এবার ওর জন্য কয়েকটি জামা কেনা ছিল। সেই জামা পাল্টানোর জন্য আমরা বেরিয়েছিলাম। এরপর বাড়িতে আসার পর দেখি ও বাড়িতে নেই। সেই ছেলে বাড়িতে আসে না। ও ছোট থেকেই চুরি করত। অনেক বার বারণ করেছি। কোনও কথাই শোনেনি। পরে শুনি হাত-পা বেঁধে কেউ বা কারা খুন করেছে।’